header banner

এসো লক্ষ্মী যেও না , আমার ঘর ছেড়ো না

প্রতিবারের মতো এবছরেও কুমোরটুলি থেকে লক্ষী প্রতিমা কেনা শুরু করে দিয়েছেন বাঙালিরা। কুমোরটুলি থেকে লক্ষী প্রতিমা কেনার প্রথা প্রচলিত রয়েছে বহু বছর। সেইমতো বুধবার সকাল থেকেই কুমোরটুলিতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়েছে। একে একে এসে মাতৃমূর্তি কিনে নিয়ে যাচ্ছেন সকলে। প্রসঙ্গত এবারে কুমোরটুলিতে মূর্তি তৈরি হয়েছে অনেক কম তাই আগে আসার ভিত্তিতে মাতৃমূর্তি ক্রয় করার ব্যাপারটি রয়েই যাচ্ছে।  কারন এবছর করোনা আবহে প্রতিমা কতোটা বিক্রি হচ্ছে সে বিষয়ে নিশ্চিত ছিলেন না কুমোরটুলির মৃৎশিল্পীরা। তাই তারা মূর্তি কম তৈরি করেছেন। তারা জানাচ্ছেন হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে যেমন লক্ষী প্রতিমা রয়েছে ঠিক সেইমতো গতবছরের থেকে এবছরে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই লক্ষী প্রতিমা ঘরে আনতে বাঙালির পকেটের টান পড়ছে অনেকটাই। {ads}


ঠাকুর তৈরি হয় মূলত দুরকমের, একটি ছাঁচের ঠাকুর আর অন্যটি কাঠামোর ঠাকুর। ছাঁচের ঠাকুরের দাম তুলনামূলকভাবে কম, ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। কাঠামোয় তৈরি মূর্তির দাম কিন্তু অনেকটাই, তার কারন প্রতিমা তৈরি করতে যে সমস্ত দ্রব্য লাগে তার দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সবকিছুর সামঞ্জস্য রেখেই লক্ষী প্রতিমা বিক্রি করছেন মৃৎশিল্পীরা। তারা বলছেন এবারে তারা লাভ লোকসান দেখছেন না, কোনরকমে যাতে থেকে খেয়ে পড়ে থাকতে পারেন সেই দিকেই নজর দিচ্ছেন। সামনে বছর তারা আশা রাখছেন পরিস্থিতি সম্পূর্ন পাল্টে গিয়ে নতুন সূর্য উদিত হবে।{ads}

kumartuli laxmi puja sheffield ttimes durga puja 2020 covid19 freedom fighter district politics diwali awareness society puja inauguration puja 2020 post covid situation puja opening satarkabarta fi

Last Updated :