header banner

ধর্মঘটের ছায়া পেরিয়ে প্রাণবন্ত মানিকতলা

article banner


 সকাল থেকেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে ডাকা দেশব্যাপী বনধের জেরে উত্যাল সৃষ্টি হয়েছে গোটা বঙ্গে। জায়গায় জায়াগায় বিক্ষিপ্ত ভাবে চোখে পড়ছে বনধের সমর্থক ও প্রশাসনের বিরোধ এবং সংঘর্ষ। কিন্তু এরই মাঝে সম্পূর্ণ অন্য স্রোতে দেখা গেল উত্তর কলকাতার মানিকতলাকে।

সকাল থেকেই বনধের কোনো প্রভাব পড়তে দেখা যায়নি মানিকতলা বাজারে। রোজকার মতোই সকাল থেকেই মানুষের আনাগোনা ছিল বাজারের চারিদিকে। নিত্যযাত্রী প্রতিদিনের মতোই এসেছিলাম বাজারে। বাজারের বিক্রেতারাও উপস্থিত ছিলেন নিজ নিজ কর্মস্থলে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরী হওয়া হাজার প্রতিবন্ধকতার মাঝেই নিজের ছন্দেই প্রাণবন্ত ছিল মানিকতলা বাজার।

এদিন বাজারের কোনো বিক্রেতা যাতে দোকান বন্ধ না করে সেই বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল টাস্কফোর্সের পক্ষ থেকে। ফলত, নিত্যদিনের মতো আজও ধর্মঘটের কোনো প্রভাব মানিকতলা বাজারে পরতে দেখা যায়নি। তাই চারিদিকের শ্রমজীবী মানুষদের স্বার্থে পরিচালিত বনধের প্রভাব এড়িয়ে ধারাবাহিকতা বজায় ছিল মানিকতলা বাজারে।{ads}

Maniktola kolkata West Bengal Strike Effect Normal life Sheffield ttimes

Last Updated :