header banner

'মেক ইন ইন্ডিয়া নয়, সেল ইন ইন্ডিয়া'

article banner

পেট্রোল ডিজেল সহ জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। একদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের এবং গ্যাসের অপর ভর্তুকি কমিয়ে দিচ্ছে, অন্যদিকে শুল্ক বা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। এর ফলে দেশের সাধারণ মানুষকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার দুদিক দিয়ে পেশায় করছে আর তাতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনটাই জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ক্ষুদ্ধ তিনি।  

{link}
এর পাশাপাশি তিনি আরো বলেন রিলায়েন্স থেকে শুরু করে তেল কোম্পানিগুলি মুনাফা বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে মোদি সরকার। সাধারণ মানুষের অসুবিধা ও কষ্টের কথা উপলব্ধি করলে এমনটা তারা কখনোই করতে পারতেন না বলে দিন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করেন ফিরহাদ,,,, তিনি বলেন এই সরকার মেক ইন ইন্ডিয়া নয়, সেল ইন ইন্ডিয়া করতে চাইছে।

{link}
হাওড়া কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক যায়গায় পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় দ্রবের মূল্যবৃদ্ধির পরিবাদে পথে নেমছে তৃণমূল। স্বাভাবিক ভাবেই এই বাড়তে থাকা গ্যাসের ও তেলের দাম চিন্তায় ফেলেছে সাধারন মানুষকে। আদৌ কি এসবে সমস্যার সমাধান হবে? মানুষের প্রশ্ন এখন সেটাই। 


{ads}

news politics Firhad Hakim Mayor of Kolkata TMC BJP Petrol Price Hike Protest Kolkata West Bengal রাজনীতি পেট্রোল সংবাদ

Last Updated :