header banner

অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি, প্রতিবাদে বিক্ষোভ হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে

article banner

অস্বাভাবিক হারে করা হয়েছে ফি বৃদ্ধি, পরীক্ষা দেওয়ার পরেও নম্বর ইউনিভার্সিটিতে পাঠানো হয়নি। এহেন একাধিক সমস্যা নিয়ে বারংবার কলেজের কাছে আবেদন জানালেও মেলেনি সমস্যার সমাধান। তাই শেষ পর্যন্ত এই সমস্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবীতে হাওড়ার মহত্মা গান্ধী রোডে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে ছাত্রীরা বেছে নিলেন বিক্ষোভের রাস্তা। শুক্রবার সকালে থেকেই বিক্ষোভ চলছে কলেজের মূল প্রবেশদ্বারের সামনে। দুপুরের সময় পুলিশও এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমেই নিজের দাবিতে অনড় কলেজের স্টুডেন্টরা। 

{link}
ছাত্রীদের দাবী তাদেরকে এক ফি স্ট্রাকচার ভর্তির সময়ে দেখানো হলেও তার থেকে বেশি ফি চাইছে কলেজ। এছাড়াও পরীক্ষা দিলেও তাদের নম্বর ইউনিভার্সিটিতে পাঠানো হয়নি। ফলে তাদের অসম্পূর্ণ রেজাল্ট পাঠিয়েছে ইউনিভার্সিটি। সেক্ষেত্রে কারুর রেজাল্টে এসেছে অ্যাবসেন্ট এবং তার পাশাপাশি কারুর রেজাল্ট দেখাচ্ছে নট ফাউন্ড। এই সমস্যা নিয়ে তারা কলেজের প্রিন্সিপাল, বা বিভাগীয় প্রধানের সাথে কথা বলতে চাইলে, তাদেরকে আগামী মঙ্গলবার আসার জন্যে জানানো হয়। কিন্তু বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতিতে যখন যানবাহন খুবই কম চলছে সেই পরিস্থিতিতে কিভাবে বারেবারে দূরদূরান্ত থেকে কলেজে আসা সম্ভব সেই প্রশ্নই তুলছেন ছাত্রীরা। যতক্ষন পর্যন্ত না দাবি মানা হবে, বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে ছাত্রীদের পক্ষ থেকে। 


{ads}

news Howrah Bijoy Krishna Girls Collage Calcutta University CU protest student protest India সংবাদ বিজয় কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া

Last Updated :