header banner

থিম কান্ট্রি বাংলাদেশ, ঘোষিত কলকাতা বইমেলা ২০২২-এর নতুন সময়সূচী

নিজস্ব সংবাদদাতাঃ ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ২৮শে ফেব্রুয়ারী। চলবে ১৩ ই মার্চ পর্যন্ত। করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হবে, সময়সীমা ১২ টা থেকে ৮ টা অবধি। সরকার নির্ধারিত যাবতীয় কোভিড প্রোটোকল মেনে মেলা আয়োজিত হবে। ইতিমধ্যেই এই খবর প্রকাশিত হওয়ার খুশির হাওয়া কলকাতার পাঠক মহলে।

{link}
বিগত বছর করোনা পরিস্থিতির কারনে বইমেলা সম্ভব হয়ে ওঠেনি। এই বছর অনুষ্ঠিত করাও অনেকটাই চ্যালেঞ্জ বলছেন গিল্ড সদস্যরা। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গনে ঢোকা যাবেনা, আগের ঘোষণা অনুসারে এই বছর থিম কান্ট্রি বাংলাদেশ। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে। সাংবাদিক সম্মেলনে থিম কান্ট্রি বাংলাদেশের লোগো উন্মোচন হলো যেটি শিল্পরূপ দিয়েছেন বিশিষ্ট শিল্পী মাসুম রহমান। বাংলাদেশের বিশিষ্ট কবি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী স্মরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানকে, কলকাতা বাংলাদেশের এক অনন্য বন্ধু যার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত সেই বিষয়ে জানালেন তিনি। 
আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন জেনেভার স্বীকৃতি পেয়েছে.বাংলাদেশের ৪২ জন প্রকাশক থাকবেন এবং ৮৫ টি স্টল থাকবে বাংলাদেশের। লিটিল ম্যাগাজিন এর প্রায় ২০০ টি স্টল। বইমেলায় থাকবে ৯ টা গেট। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন,আর্জেন্টিনা, মেক্সিকো এবং অন্যান্য ল্যাতিন আমেরিকার দেশ. রাজ্যেরএবং দেশের ভিন্ন প্রকাশকরাও অংশগ্রহণ করছেন। 

{link}
৩ এবং ৪ই মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে। ৬ ই মার্চ উদযাপন হবে শিশু দিবস এর পাশাপাশি, ১১ এবং ১২ ই মার্চ কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল উদযাপন হবে। আগামী 13 ই ফেব্রুয়ারী থেকে মেলার কাজ শুরু হবে। 
{ads}

news Kolkata Kolkata Book Fair 2022 Book Fair Kolkata Books West Bengal India কলকাতা বইমেলা ২০২২ বইমেলা

Last Updated :