নিজস্ব সংবাদদাতাঃ করোনা সংক্রমন হয়েছে কি না, সেই নিয়েই চিন্তা দেখা দিয়েছিল। টেস্ট রিপোর্ট পজেটিভ বলেই সূত্রের খবর। করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। কিংবদন্তি শিল্পীর হৃদযন্ত্রের অবস্থা বিশেষ ভাল নয় বলেও হাসপাতাল সূত্রে খবর। অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার খোঁজ খবর নিতে এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
{link}
বিকেলে এসএসকেএম হাসাপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী। উডবার্ন ওয়ার্ডের সামনে গিয়ে শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন তার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পরে হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনা আক্রান্ত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বুকে আঘাত পেয়েছেন তিনি। হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনাও রয়েছে। শিল্পীর শারীরিক অবস্থা বিচার-বিবেচনা করেই তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
{link}
গতকাল সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাঁকে উডর্বান ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিছুক্ষণ আগে গ্রিন করিডোর করে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের খেতাব ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেছিলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা। তখন থেকেই তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পারিবারিক সূত্রের খবর, তিনি বাড়িতে একবার পড়েও গিয়েছিলেন। ৯০ বছরের শিল্পী যেন সুস্থ জীবনে ফিরে আসেন, সকলকে সেই প্রার্থনা করার আরজিও আজ হাসপাতাল চত্বর থেকে জানান মুখ্যমন্ত্রী।
{ads}