header banner

শারীরিক অবস্থার অবনতি, এসএসকেএম-এ ভর্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ শারীরিক অবস্থান অবনতি। গুরুতর অসুস্থ অবস্থায় সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে। ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। 

{link}
গতকাল সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাঁকে উডর্বান ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিছুক্ষণ আগে গ্রিন করিডোর করে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কয়েকদিন আগে বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। নিউমোনিয়ার প্রকোপ রয়েছে তাঁর। লেক গার্ডেন্সের বাড়ি থেকে আজ কিছুক্ষণ আগে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রবল শ্বাসকষ্ট রয়েছে বর্তমানে। বাড়ি থেকে অক্সিজেনের সাপোর্ট দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয় প্রবীণা শিল্পীকে। 

{link}
কোভিড হয়েছে কিনা, তা জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও হয়েছে শিল্পীর। নবতিপর এই শিল্পীর অবস্থা আশঙ্কাজনক। উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘনঘন খবর নিচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার কথা হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কয়েকদিন আগে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মান পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন। যে খবরটি রীতিমতো সংবাদমাধ্যমে শিরোনামে উঠে এসেছিল। তখনই তার শারীরিক অবস্থার অবনতির কথা প্রকাশ্যে আসে। তারপর থেকেই বহু মানুষের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেন তিনি। গতকাল সন্ধ্যা থেকেই প্রবলভাবে শ্বাসকষ্ট শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি হয় শিল্পীর। আজ সকালেও কোনরকম উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। 
{ads}

news Sandhya Mukhopadhyay Singer Health condition SSKM Hospital Kolkata West Bengal India সন্ধ্যা মুখোপাধ্যায় সংবাদ

Last Updated :