header banner

১৯৯২ সালে তৈরি হওয়ার পর আজ প্রথমবার রক্ষনাবেক্ষনের জন্য সম্পূর্ন বন্ধ দ্বিতীয় হুগলী সেতু

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ যে সেতু কার্যত সর্বদা সদাব্যাস্ত অবস্থায় চোখে পড়ে, সেই সেতুই আজ জনশূন্য। অবাক হলেও রবিবার সকাল এইরকমই ছবি চোখে পড়ছে দ্বিতীয় হুগলী সেতুতে। ১৯৯২ সালে সেতু তৈরি হওয়ার পর বিভিন্ন সময়ে ব্রিজ একাংশভাবে বন্ধ রেখে এবং আরও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কাজ হয়েছে। তবে কখোনই সম্পূর্নভাবে যান চলাচল বন্ধ রেখে রক্ষনাবেক্ষনের কাজ হয়নি। আজ অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি পরিবহনের ভার বহনের ক্ষমতা পরীক্ষার জন্য প্রথমবার টানা ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়ামুখী পরিবহণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি'র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হাওড়ার দিক থেকে কলকাতা মুখি সমস্ত গণপরিবহন হাওড়া ব্রিজ দিয়ে কলকাতায় যাবে। পন্য বাহী গাড়ি বালি ব্রিজ হয়ে যাবে।

{link}
দ্বিতীয় হুগলিসেতু টোলপ্লাজা অভিমুখের সমস্ত রাস্তায় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বেলেপোল মোড় থেকে ড্রেনেজ ক্যানেল রোড ধরে গণপরিবহনগুলি হাওড়া ব্রিজের দিকে পাঠাচ্ছে পুলিশ। এহেন ছবি সত্যিই বিরল। 
{ads}

news Howrah Kolkata Second Hooghly Bridge maintenance closed West Bengal India দ্বিতীয় হুগলী সেতু রক্ষনাবেক্ষন কলকাতা

Last Updated :