header banner

বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে পুলিশের সাথে ধুন্ধুমার! উত্তপ্ত পরিস্থিতি

article banner

বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শহর কলকাতায়। বিক্ষোভ চলাকালীন মিছিলে ভাঙল পুলিশের ব্যারিকেড, মিছিলের বিক্ষোভ নিয়ন্ত্রনে আনতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীদের। অনুমোদন না থাকায় আটকে দেওয়া হয় মিছিল বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

{link}
সোমবার পুরসভা ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে মিছিল শুরু করে বিজেপি। দলের সদর কার্যালয় মুরলীধর সেন লেনে থেকে বের হয় বিজেপির প্রতিবাদ মিছিল। কলকাতা পুরসভা ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল বলে সূত্রের খবর। মিছিল কিছুটা যাওয়ার পরেই বাধা দেয় পুলিশ। মিছিল নিয়ন্ত্রনে আনতে রাস্তার ওপর ব্যারিকেড করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। অভিযোগ, পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিলকারীরা। এর পরেই পদক্ষেপ করে পুলিশ। একের পর এক বিজেপি কর্মীকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশের দাবি, এই মিছিলের কোনওরকম অনুমোদন ছিল না। তাই একের পর এক বিজেপি নেতাকে আটক করে ভ্যানে তোলা হয়। এর পাশাপাশি আটকে দেওয়া হয় মিছিলও।

{link}
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রবিবার কলকাতা পুরভোটে আমরা যা দেখেছি, তা তো হিমশৈলের চূড়া মাত্র। এরপর আরও অনেক কিছু হয়েছে। যা বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে গণতন্ত্র নেই। না হলে এভাবে কেউ মিছিল রুদ্ধ করে। ফ্যাসিস্ট শাসকের মনোবৃত্তিই এই ঘটনা প্রমাণ করেছে। এই রাজ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার সবটাই করব। তা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে, আইনগত পদ্ধতিতেও হতে পারে। আমরা চুপ করে বসে থাকব না। 
২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শশী গণের অভিযোগ, আমাদের অনুমতি ছিল কিছুটা দূর অবধি মিছিল করার। আমরা তাই বেরোই। এর পরই পুলিশ আক্রমণ করল আমাদের উপর। ধরপাকড়, মারামারি, ধাক্কাধাক্কি। আমাকে ধরে গাড়িতে ওঠানোর সময় পুলিশ আমার মাথায় ঘুঁষি মারে মাথায়। চোখেও লেগেছে। একটাও মহিলা পুলিশ নেই। ছেলে পুলিশ মেরেছে। এই অবস্থা দিদির। পুলিশকে তৃণমূলে নিয়ে গিয়ে রাখুন। পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে।

 
এই ঘটনার কারনে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক শিবিরের উপর ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির। যদিও এই প্রসঙ্গে এখনও কোন প্রতিক্রিয়া আসেনি শাসক শিবিরের পক্ষ থেকে। আগামীকাল ভোটের ফল প্রকাশ। সেই কারনে আজকের এই উত্তপ্ত পরিস্থিতির উপর লক্ষ্য রেখে কালকের জন্য আরও কড়া নিরাপত্তা করার সম্ভাবনা রয়েছে পুলিশের। 
{ads}

news politics TMC BJP protest police Sukanta Majumder Chaos Kolkata West Bengal India রাজনীতি বিক্ষোভ সংবাদ

Last Updated :