header banner

বিধানসভার পর পুরভোটেও ঘাসফুলের দাপট, কলকাতা জুড়ে কার্যত সবুজ ঝড়

article banner

প্রথমে বিধানসভা নির্বাচন, এবং তারপর আজ কলকাতা পুরসভা নির্বাচন। বিপুল সংখ্যক আসনে একতরফা জয় ঘাসফুল শিবিরের। কলকাতা জুড়ে আজ কার্যত সবুজ ঝড় সর্বত্র। বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের হাওয়া যে পুরসভা নির্বাচনেও বজায় থাকবে এই সম্পর্কে নিশ্চিত ছিলেন বিরোধীরাও। কিন্তু এই হাওয়া যে এহেন বিপুল পরিমানে কলকাতা পুরসভা সবুজ রঙে রাঙিয়ে দেবে তা হয়ত আন্দাজ করা যায়নি। আজ মোট ১৪৪টি বুথের ফলাফল ঘোষন চলছে সকাল থেকে। যার মধ্যে ১৩৫টি ওয়ার্ডের রঙ সবুজ হয়ে উঠেছে, ৩টি আসন রয়েছে বিজেপি এবং দুটি করে যথাক্রমে বাম ও কংগ্রেসের। সকাল থেকেই সর্বত্র চোখে পড়ছে শুধুই সবুজ আবিরের ঝড়। মিস্টিমুখ করার সাথে আনন্দোৎসবে মেতেছেন দলের কর্মী ও সমর্থকেরা। 

{link}
এই জয় আরও অনেকটা আনন্দপ্রদানের পাশাপাশি আত্মবিশ্বাসও আরও অনেকটা বাড়িয়ে তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। স্বভাবতই দলের জয়ে আল্পুত তিনি। আজ দুপুরে কামাখ্যার উদ্দেশে রওনা হওয়ার আগে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  জয়ের জন্য তিনি কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি বলেন- ”কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, মা-মাটি-মানুষকে, আমার ভাই- বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানাই। আমি মনে করি, এই নির্বাচনটা হয়েছে গণ উৎসবে গণতন্ত্রের জয়। ভোটটাই হয়েছে উৎসবের মতো করে। এটাই মানুষ সবথেকে বেশি গণতন্ত্রে আশা করে। আমি যেহেতু আজ কামাখ্যায় যাচ্ছি, যাওয়ার আগে যতটা পারলাম দেখা করে গেলাম। আপনাদের জানিয়ে গেলাম আমরা মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মা-মাটি-মানুষ আমাদের যত সমর্থন দেবেন, আমরা তা আরও নত মস্তিষ্কে আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি।”  

{link}
অর্থাৎ আসন্ন সময়ে যে তিনি কেন্দ্রে দলকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আরও কঠিন লড়াই লড়বেন, সেই কথা স্পষ্ট। আজ আসাম যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে যাওয়ার সময় তিনি সংবাদমাধ্যমকে জানান, আগামী ২৩ শে ডিসেম্বর বেলা ২ টোর সময় কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে সকল বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানো হবে এবং তার পাশাপাশি মেয়রের নাম প্রস্তাব হবে। তারপরে যা শপথ নেওয়ার অনুষ্ঠান আছে তা চলবে। আজ এই বিপুল জয়ে কলকাতা জুড়ে শুধুই ঘাসফুল সমর্থকদের উল্লাসের সময়। কিন্তু এই বিপুল জয়ের পরেই বিরোধীদের প্রশ্ন, আদৌ গনতন্ত্র বজায় রইল কি? 
{ads}

politics news election KMC Kolkata Corporation election result TMC Win Mamata Banerjee Kolkata West Bengal India রাজনীতি সংবাদ কলকাতা

Last Updated :