header banner

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পরিদর্শনে প্রশাসনিক তৎপরতা

article banner

 

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব , কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা ক্লাব । কলকাতার দুর্গাপুজোয় যাঁরা প্যান্ডেল হপিং-এ বের হন, তাঁদের অন্যতম ফেভারিট ডেস্টিনেশন অবশ্যই শ্রীভূমি স্পোর্টিং। প্রতি বছর মহালয়া পেরলেই লেকটাউন সেজে ওঠে অলোয় আলোয়। আর শ্রীভূমির পুজো মানে অবশ্যই চমক।এই বছর মহালয়ার ৩৪ দিন পর পুজা , কিন্ত তাঁদের পুজার চমককে করোনা প্রভাব ফিকে করতে পারেনি। আজ লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পরিদর্শন করতে গেছিলেন ডি জি ফায়ার জগমোহন . তিনি জানিয়েছেন করণা আবহে দর্শনার্থীরা পুজোমণ্ডপে প্রবেশ করলে যেন বৈদ্যুতিক তার মাটিতে পড়ে না থাকে বা কোন কারণে দর্শনার্থীদের অসুবিধা না হয় সেদিকে সবার আগে দেখতে হবে। তাই তিনি ইলেকট্রিক বিভাগ যারা দেখছেন তাদের সাথে কথাবার্তা বলেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যেহেতু এ বছর এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দুর্গাপূজা হচ্ছে তাই পুজো মণ্ডপ গুলির মধ্যে দর্শনার্থীদের জন্য স্যানিটাইজার রাখতে হবে। পি পি ই কীট  প্রয়োজনে রাখতে হবে। যেন বারবার  করে মণডপ জীবাণুমুক্ত করা হয় সেটি তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ দর্শনার্থীদের সঙ্গে সঙ্গে পুজো মণ্ডপ গুলি যেন নিরাপত্তার দিকটি খেয়াল রাখে সেদিকটি তিনি তুলে ধরেছেন।তিনি আরও জানিয়েছেন প্রত্যেক পুজা কমিটি গুলিকে সরকারি নিয়মবিধি মেনেই কাজ করতে হবে । তিনি ক্লাবের কর্তাদের সঙ্গে ও মুখ্য কাণ্ডারি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও চর্চা করেন এবং সমস্ত কিছু খুঁটিয়ে দেখেন।দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন সমস্ত রকম নিয়ম মেনেই প্যান্ডেল করা হয়েছে এবং যাতে মানুষ বাড়িতে বসেই পুজা ও প্যান্ডেল  উপভোগ করতে পারে।

sreebhumi sporting Durga puja 2020 covid 19

Last Updated :