header banner

দেবতায় প্রাণ দেবে কৃত্রিম জলাশয়

article banner

"অপচয় করো না, অভাব হবে না"
জলের অভাব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা , ভারতবর্ষও এই সমস্যা থেকে পিছিয়ে নেই ।
ভারতবর্ষের একটি প্রধান সমস্যা এই জল, জলের ওপর নাম জীবন বুঝতে হলে ৩০ কোটি মানুষের দৈনন্দিন সমস্যার সম্মুখীনের চিত্রটা আঁকতেই হয়।
উৎসব মুখর দেশবাসীর কাছে  জল খুবই গুরুত্বপূর্ণ , কিছু বিশেষ উৎসবে জল ছাড়া পুজাই সম্ভব নয় , তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল ছট পূজা । হাইকোর্টের নির্দেশে প্রতি উৎসবেই সুরক্ষাবিধির কথা ভেবে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে , ছট পূজা যাতে সুসম্পন্ন হয় এবং জলের যথাযথ ব্যাবহার হয় তাই তৈরি হচ্ছে কৃত্রিম জলাশয় । কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পরিষদ দেবাশীষ কুমারের ওয়ার্ডেও তৈরি হচ্ছে কৃত্রিম জলাশয় । 
 

 সেখানেও শুরু হয়ে গেছে কৃত্রিম জলাশয় তৈরি করার কাজ। এদিন দেবাশীষ কুমার জানিয়েছেন গত বছরের মতো এ বছরও তার ওয়ার্ডে ছট পুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে। এ বছর গঙ্গার ঘাট এবং কৃত্রিম জলাশয় মিলিয়ে ১৩০ থেকে ১৩২ তৈরি করা হচ্ছে।  তবে তার মধ্যে কৃত্রিম জলাশয় থাকছে ৫০-৬০টি। এছাড়া এই সমস্ত ঘাটগুলোতে থাকছে পর্যাপ্ত পরিমাণে আলো এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ।এর পাশাপাশি করোনার বিধিনিষেধ মেনে সমস্ত রকম কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। এবছর করোনা পরিস্থিতির জন্য মানুষ যাতে গঙ্গা ঘাটে বেশি ভিড় না করে তাই তাদের নিজ নিজ জায়গায় এই কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে কলকাতা  কর্পোরেশনের পক্ষ থেকে ।

kolkata water harvesting global water global water problems global water crisis explained global water crisis global climate news animated global water crisis 2020 jordan peterson poor people rich p

Last Updated :