header banner

পোল্যান্ডের বিরুদ্ধে 'ডমিনেটিং শো', ২ গোলের দাপুটে জয় দিয়ে শেষ ১৬-এ আর্জেন্টিনা

article banner

নিজস্ব সংবাদদাতা: প্রথমার্ধে খেলার সময় ৩৯ মিনিট, গোলের উদ্দেশ্যে ঝাঁপানো মেসিকে ফাউল করায় পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। বল স্পটকিকে বসিয়ে দলকে এগিয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মেসি। কিন্তু তার দুরন্ত গতীতে মারা শট বাজপাখির মতো ক্ষীপ্রতার সাথে আটকে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজিনস্কি। শেষবার বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে মেসির এহেন পেনাল্টি মিসের পর জয় রয়ে গিয়েছিল অধরাই। তবে না, কাতারের মঞ্চে সেই গল্পের পুনরাবৃত্তি হয়নি। কারন আর্জেন্টিনার অত্যাশ্চর্য সুন্দর ডমিনেটিং ফুটবল। দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলের সৌজন্যে প্রথম ম্যাচের পরাজিত হওয়ার পরেও টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্বের লড়াই শেষ করল আর্জেন্টিনা। 

পোল্যান্ডের বিরুদ্ধে খেলায় দলের প্রথম একাদশে চারটি পরিবর্তন করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজের যায়গায় ক্রস্টিয়ান রোমেরো ছাড়াও দলের প্রথম একাদশে আসেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ ও জুলিয়ান অ্যালভারেজ। শেষ ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে নিজের দুরন্ত গোলের পুরস্কার আজ পেয়েছেন এনজো। প্রথম থেকেই খেলায় চোখে পড়তে শুরু করে আর্জেন্টিনার পজিশন ডমিনেটিং ফুটবল। একাধিক আক্রমন ঝড়ে পড়তে থাকে পোল্যান্ডের বক্সে। তার উপর মাঝমাঠে কড়া নিয়ন্ত্রন। প্রথমার্ধে পেনাল্টি পেলেও, মেসির শট সেভ দিয়ে দেন সেজিনস্কি। প্রথমার্ধে কার্যত গোল আগলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন পোল্যান্ডের গোলরক্ষক।

{link} 

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত সেজিনস্কির গোলের সামনের পাঁচিল ভাঙতে সক্ষম হয় আর্জেন্টিনা। বক্সেই বাইরে থেকে আসা বল ডান পায়ের নিখুঁত প্লেসমেন্টে জালে জড়িয়ে দেন ম্যাক অ্যালিস্টার। একাধিক আক্রমনের পর পুনরায় ডিফেন্স ভেঙে গোল করেন ম্যাঞ্চেসটার সিটির আক্রমনের অন্যতম পরিচিত মুখ জুলিয়ান আলভারেজ৷ তবে মেসির আরও একটি নিশ্চিত গোল দুরন্ত সেভ করে দেন সেজিনস্কি। শেষের দিকে ভুল পাসিং-এর কারনে ম্যাচে গোল করার সহজতম সুযোগ পেয়েও ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ। ২-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা। টেবিল টপার হিসেবে গ্রুপ পর্বের লড়াই শেষ করলেন মেসিরা। 

আজকের ম্যাচে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার কার্যত সেই পুরোনো লিওনেল স্কালোনির দলের ডমিনেটিং ফুটবল চোখে পড়েছে। মাঝমাঠে দুরন্ত খেলেছেন রদ্রিগো দি পল। শেষ ১৬-এ পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ফ্রান্সের সম্মুখীন হবে লিওয়ানডোস্কির পোল্যান্ড।

{ads}

news football FIFA Argentina Messi World Cup সংবাদ

Last Updated :