header banner

কোস্টা রিকার বিরুদ্ধে ৪-২ গোলে জয় উল্লাসহীন! কাতারেও গ্রুপ পর্বেই বিদায় জার্মানির

article banner

নিজস্ব সংবাদদাতা: ম্যাচের সময় ৫৮ মিনিট, জার্মানির বিরুদ্ধে ম্যাচে সমতায় ফিরল কোস্টা রিকা। গোলের জন্য মাঝমাঠের উপরে উঠে যাওয়া জার্মানির দাপুটে প্রেসিং ভেঙে হঠাতই কাউন্টার অ্যাটাক থেকে বল পেরিয়ে গেল গোল লাইন। জার্মানির সমর্থকদের কাছে তখনও একটি ধাক্কা আসা বাকি। ৭০ মিনিটে মরিয়া হয়ে গোলে জন্য ঝাঁপানো কোস্টা রিকার খেলোয়াড়েরদের সাথে জার্মানির খেলোয়াড়দের জটলার মধ্যে থেকে বল ম্যানুয়াল নয়ারের পায়ে লেগে ঢুকে গেল গোলে। তখন বিশ্বকাপের পয়েন্টস টেবিলে কার্যত অবিশ্বাস্য ছবি। প্রথম স্থানে জাপান, দ্বিতীয় স্থানে কোস্টা রিকা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চৌকাঠে স্পেন ও জার্মানি। 

যদিও এহেন অবিশ্বাস্য অঘটন বাস্তবে পরিনত হয়নি। নিজেদের লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছে কোস্টা রিকা। ম্যাচে ৪-২ গোলে জয়লাভ করেছে জার্মানি। কিন্তু সেই জয় হতাশার। জার্মানির জয় স্পেন কে পরবর্তী পৌঁছে দিলেও ম্যানুয়েল নয়ারের দলকে বিশ্বকাপে কাতার থেকে ফিরতে হচ্ছে গ্রুপ পর্ব থেকেই। 

যদিও আজ ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় জার্মানি। ১০ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সের্জ গিনেব্রি। প্রথমার্ধেও রুডিগারের মতো ডিফেন্সে বড়ো নাম থাকা সত্ত্বেও একবার কাউন্টার অ্যাটাকে তাসের পাতার মতো উড়ে যায় জার্মানির রক্ষনভাগ। কিন্তু বাঁচিয়ে দেন নয়ার। দেখে মনে হচ্ছিল, সম্পূর্ণ রক্ষনভাগ যেন একাই সামলাচ্ছেন। 

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মধ্যে বড়ো অঘটন ঘটিয়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। পরিবর্ত খেলোয়াড় হিসেবে কাই হাভার্তজ কে মাঠে নামান জার্মানির কোচ হান্সে ফ্লিক। সেই চালটিই মক্ষম হয়ে যায় জার্মানির জন্য। গোলের সামনে অতন্দ্র প্রহরীর মতো কোস্টা রিকার অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাস দাঁড়িয়ে থাকলেও দলকে বাঁচাতে পারেননি। জোড়া গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন কাই হাভার্তজ। ৮৯ মিনিটে আরও একটি গোল করে জার্মানি। খেলা শেষ হয় ৪-২ গোলে। জয়ী হয়েও তখন জয়ের আনন্দ নেই জার্মানির শিবিরে। কারন ততক্ষনে ধারাভাষ্যকারদের গলায় এবং সংবাদের শিরোনামে উঠে এসেছে জার্মানির 'সূর্যদয়ের' কথা! ফুটবল, সত্যিই খেলার শ্রেষ্ঠই বটে। 

News Football Sports Germany FIFA World Cup সংবাদ

Last Updated :