header banner

৫ গোলের থ্রিলার, টানটান ম্যাচে সের্বিয়াকে হারিয়ে শেষ ১৬-এ সুইজারল্যান্ড

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাত সাড়ে বারোটা, কাতার বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বে একদিকে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল ও ক্যামেরুন অন্যদিকে সুইজারল্যান্ড ও সের্বিয়া। বিশ্বকাপের হট ফেভারিট পেলের দেশ এই ম্যাচের আগেই শেষ ১৬-এ নিশ্চিত করে ফেলেছে নিজেদের স্থান। কিন্তু অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই সের্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে। মূল যুদ্ধ তো হওয়ার ছিল এই খেলাতেই। হলও বটে, এক নয়, দুই নয়, একেবারে পাঁচ গোলের থ্রিলার। ম্যাচ শেষের পর শেষ হাঁসি হাঁসল সুইজারল্যান্ডই। তবে নজরকাড়া লড়াই উপহার দিয়ে গেল সের্বিয়া। 

খেলার শুরু থেকেই যে ম্যাচটি বিপুল উত্তেজনাপূর্ন হতে চলেছে তা স্পষ্ট ছিল। একেবারে শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই সের্বিয়ার গোলের দরজায় কড়া নেড়ে দেয় সুইজারল্যান্ড। পরপর তিনটি বল আটকে যায় গোলরক্ষক ও ডিফেন্সে। ম্যাচের ২০ মিনিটে সুইজারল্যান্ডের অভিজ্ঞ খেলোয়াড় শাকিতি নিজের বাঁ পায়ের দূরন্ত শটে এগিয়ে দেন দল কে। গোল খাওয়ার পরেই মরিয়া হয়ে আহত বাঘের মতো বিপক্ষের গোলের উপর হামলা শুরু করে সের্বিয়া। সুফলও মেলে, ২৬ মিনিটে মিত্রোভিচের গোলে সমতা ফেরায় সের্বিয়া। টানটান প্রথমার্ধে ৩৫ মনিটের মাথায় পুনরায় চমক! ভালহোভিচের গোলে এগিয়ে যায় সের্বিয়া। তবে প্রথমার্ধে নাটক আরও বাকি ছিল। ৪৪ মিনিটের মাথায় নিখুঁত পাসিং ফুটবলের থেকে গোল করেন সুইজারল্যান্ডের এমবোলো। প্রথমার্ধ শেষ হওয়ার আগে তিনিই সমতায় এনে দেন দলকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৪৮ মিনিটের মাথায় ফ্রয়লার পুনরায় সুইজারল্যান্ডের কাছে লিড ফিরিয়ে দেন। এই গোলটিই শেষ পর্যন্ত খেলায় নির্নায়ক গোল হয়ে ওঠে। 

সুইজারল্যান্ড আজ ড্র করলেই পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করতে সক্ষম হত। কিন্তু জয় দিয়েই বিশ্বকাপে গ্রুপ পর্বের অভিযান শেষ করেছে তারা। তবে, সুইসদের বাড়তি সুবিধা করে দিয়েছে ক্যামেরুন। ক্যামেরুন ব্রাজিলকে পরাজিত করায় গ্রুপ শীর্ষে উঠে আসে সুইজারল্যান্ড। শেষ ১৬-এ আগামী ম্যাচে তারা মুখোমুখি হবে পর্তুগালের। 

News Sports fottball FIFA World Cup Switzerland সংবাদ

Last Updated :