header banner

India Vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ঝুলিতে একগুচ্ছ নয়া রেকর্ড, দখুন এক ঝলকে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:রেকর্ড হল ভারত-পাকিস্তান ম্যাচে। এশিয়া কাপের এই খেলায় ভেঙে খান খান হয়ে গেল ২৭ বছর আগের রেকর্ড। সেবার এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিল সচিন তেন্ডুলকর-নভজ্যোত সিং সিধুর জুটি। শারজায় এই জুটি করেছিল ২৩১ রান। আর আজ, সোমবার কলম্বোয় সেই রেকর্ড দুরমুশ করে দিলেন ভারতেরই বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কোহলি-রাহুলের মারকাটারি ব্যাটিংয়ের জেরে আক্ষরিক অর্থেই চোখে সর্ষেফুল দেখছিলেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানের মতো পাক বোলাররা। বুঝতে পারছিলেন না ঠিক কীভাবে আটকে দেওয়া যাবে কোহলি-রাহুলের রানের রথের গতি। প্রত্যাশিতভাবেই অপরাজিত থেকেছেন দুই ভারতীয় ব্যাটারই। ১২২ রানে অপরাজিত রইলেন কোহলি। আর রাহুল অপরাজিত রইলেন ১১১ রান করে। দুই ব্যাটসম্যান পার্টনারশিপে মোট ২৩৩ রান সংযুক্ত করেন স্কোরবোর্ডে। ১২৩ রানে ২ উইকেট খোয়ায় ভারত। তার পরেই হাল ধরেন কোহলি-রাহুল। জন্ম নিল নয়া রেকর্ড। যার সাক্ষী রইলেন কলম্বোর ক্রিকেটপ্রেমীরা। 

{link}
কলম্বোর এই মাঠ সাক্ষী রইল আরও দুটি রেকর্ডের। এক, দীর্ঘ ন বছর পর পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর দুই, এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রানের অধিকারী হলেন তিনি। দ্রুততম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন কোহলি। আজ ভারত খেলতে নামবে পড়শি দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে। টানা তিনদিন ম্যাচ খেলার ক্লান্তি যাতে কোনভাবে খেলার নেতিবাচক দিক না হয়ে ওঠে সেই দিকেই লক্ষ্য রাখবেন ভারতীয় খেলোয়াড়েরা। 
{ads}

news sports cricket India India Vs Pakistan Virat Kohli KL Rahul ভারত ভারত বনাম পাকিস্তান

Last Updated :