header banner

ক্লাইম্যাক্সে নাটকীয় পরিসমাপ্তি, ক্যামেরুনের বিরুদ্ধে ১ গোলের ব্যবধানে পরাজিত ব্রাজিল

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ১৬-এ স্থান পাকা হয়ে গিয়েছিলা আগেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিলের কাছে কার্যত ছিল প্রদর্শনী ম্যাচ বা দলের শক্তির একটি প্রদর্শনী। একাধিক ফুটবল বিশেষজ্ঞ বলেছিলেন, এই বছর ব্রাজিলের স্কোয়াডে যে গভীরতা রয়েছে, শুধুমাত্র রিজার্ভ বেঞ্চ থেকেই একটি প্রথম ইলেভেন দাঁড় করিয়ে দেওয়া যাবে। ব্রাজিলেও কোচ তিতেও হয়ত এমনটাই ভেবেছিলেন। সেই কারনেই শুক্রবার রাতে দলের শক্তি পরিক্ষা করার উদ্দেশ্যেই হয়ত সম্পূর্ণ ব্রাজিলের দ্বিতীয় দল মাঠে নামিয়েছিলেন তিনি। কিন্তু সেই পদক্ষেপই যে কাল হয়ে যাবে, তা কেইবা জানত! 

ম্যাচের নির্ধারিত সময়ের অতিরিক্ত দু মিনিট চলছে রেফারির ঘড়ির কাঁটায়। খেলার ফলাফল তখনও গোলশূন্য। বক্সের ডানদিক থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে দেন ক্যামেরুনের অভিজ্ঞ নাম ভিনসেন্ট আবুবাকার। গোল করার পর ছুটে যায় আফ্রিকান দর্শকদের দিকে। গোল সেলিব্রেশনে খুলে ফেলেন জার্সি। ম্যাচে আগেই একটি হলুদ কার্ড দেখা ছিল। জার্সি খুলে গোল উদযাপন করার কারনে জোড়া হলুদ কার্ড দেখে যেতে হল মাঠের বাইরে। হ্যাঁ, এই সবকিছু তিনি একাই করেছেন বইকি! আর তার সাথেই নিজের দেশ কে এনে দিয়েছেন প্রথম আফ্রিকান দেশ হিসেবে ব্রাজিলকে হারানোর রেকর্ড। কাতারের মঞ্চে ইতিহাস গড়েছে ঘানা। 

তবে সারা ম্যাচ জুড়ে ব্রাজিল যে ভালো খেলতে ব্যর্থ সেই কথা কিন্তু নেহাতই, 'জ্ঞানশূন্য'-র মতো কথা। ম্যাচে ৬৫ শতাংশ বল পজিশন ছিল ব্রাজিলের দখলে। বিপক্ষের গোলে ২১টি শট, যার মধ্যে ৭টি অন টার্গেট। একাধিকবার সুযোগ পেয়েছলেন গ্যাব্রিয়েল জেসুস রা। তবে সুযোগ মিসের খেসারতই দিতে হয়েছে ব্রাজিল কে। শেষ ১৬-র আগে একটি অপ্রত্যাশিত ধাক্কা ব্রজিলকে দিয়ে গেল ক্যামেরুন। পরাজয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করল তিতের দল। সামনে লড়াই কোরিয়া রিপাবলিকের বিরুদ্ধে। 

News sports football FIFA World Cup Brazil সংবাদ

Last Updated :