header banner

Indian Womans Cricket: ১৪০ কোটির স্বপ্নপূরণ! কন্যাদের বিশ্বজয়ে দেশে নতুন যুগের শুরু

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে, অবশেষে ভারতের মহিলা বিশ্বকাপ টিম জয়ের মুকুট পারলো মাথায়। ভারতের কাছে অসাধারণ গর্বের মুহুর্ত। ২০২৫ সালের মহিলা ODI বিশ্বকাপের (ICC Women’s Cricket World Cup 2025) ফাইনাল ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সম্পন্ন হয়। যেখানে টিম ইন্ডিয়া ৫২ রানে ম্যাচটি জিতেছে। এর ফলে, টিম ইন্ডিয়া প্রথমবারের মতো মহিলা ODI বিশ্বকাপের শিরোপা জিতেছে। ওই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে। জবাবে আফ্রিকান দল ২৪৬ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে ভারতের হয়ে শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মা হাফ-সেঞ্চুরি করেন।

{link}

প্রসঙ্গত, প্রথমে ব্যাট করতে নেমে ভারত শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনার সাথে ভালো শুরু করে। তাঁরা প্রথম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন। স্মৃতি ৫৮ বলে ৪৫ রান করেন। ওই ম্যাচে (ICC Women’s Cricket World Cup 2025) শেফালি ভার্মার সেঞ্চুরি করার সুযোগ ছিল। কিন্তু তিনি তা মিস করেন। তিনি ৭৮ বলে ৮৭ রান করেন। যার মধ্যে ৭ টি চার এবং ২ টি ছক্কা ছিল। এদিকে, সেমিফাইনাল ম্যাচে (ICC Women’s Cricket World Cup 2025) সেঞ্চুরি করা জেমিমা ৩৭ বলে মাত্র ২৪ রান করতে পারেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ২৯ বলে ২০ রান করে ক্লিন বোল্ড হন। এছাড়াও, অমনজোত ১৪ বলে ১২ রান করেন। রিচা ঘোষ করেন ৩৪ রান। অন্যদিকে, দীপ্তি শর্মা ৫৮ রান করে রান আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা ৩ টি উইকেট নেন।

{link}

  রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার (ICC Women’s Cricket World Cup 2025) শুরুটা ভালো হয়। প্রথম উইকেটে তাজমিন ব্রিটস এবং লরা ওলভার্ড ৫১ রান যোগ করেন। ৩৫ বলে ২৩ রান করে আউট হন ব্রিটস। ৩ নম্বরে ব্যাট করা অ্যানেকে বোশ তাঁর খাতা খুলতে ব্যর্থ হন। এদিকে, সুনে লুস ৩৫ এবং সিনালো জাফা ১৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটাররা এই ম্যাচে খুব একটা নজর কাড়তে পারেননি। তবে, অধিনায়ক লরা ওলভার্ড একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। ৯৮ বলে ১০১ রান করে আউট হন তিনি। যার মধ্যে ১১ টি ৪ এবং একটি ছক্কা ছিল। ফাইনাল ম্যাচে (ICC Women’s Cricket World Cup 2025) অমনজোত কৌর একটি দুর্দান্ত ক্যাচ নেন। বোলিংয়ে, দীপ্তি শর্মা ভারতের হয়ে সর্বোচ্চ ৫ টি উইকেট নেন।

{ads}

Indian Cricket Team Cricket World Cup Harmanpreet Kaur Womans Cricket Bengali News খেলা ক্রিকেট মহিলা ক্রিকেট দল

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article