header banner

এশিয় ফুটবলে নয়া সূর্যদয়, স্পেনকে হারিয়ে ইতিহাস গড়ে শেষ ১৬-এ জাপান

article banner

নিজস্ব সংবাদদাতা: ফুটবল বিশ্বে কিছু রাত অকল্পনীয় স্বপ্ন নিয়ে ধরা দেয় বাস্তবের রূপে। বৃহস্পতিবার রাতে এইরকমই আবারও একটি রাতের সাক্ষি থাকল বিশ্ব ফুটবল। স্বপ্ন কে বাস্তবে পরিনত করল এশিয়ার সূর্যদয়ের দেশ। প্রথমে জার্মানি ও পরে স্পেন। ইউরোপীয় ফুটবলের দুই হেভিওয়েট দল কে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ১৬-এ কোয়ালিফাই করল জাপান। শুধুমাত্র দেশের না, সমগ্র এশিয়ার এক নতুন স্বপ্নের সূর্যদয় ঘটালো তারা। ২-১ গোলে স্পেন কে হারিয়ে এক বিপ্লবের বার্তা বিশ্ব ফুটবলের কাছে তুলে ধরল জাপান। জাপানের হয়ে গোল করে ম্যাচের নায়ক রিতসু দোন ও আও তানাকা। 


জার্মানিকে হারিয়ে প্রথম অঘটন। কিন্তু সেটা যে সৌদি আরবের আর্জেন্টিনা ম্যাচের মতো শুধুই নেহাত অঘটন ছিল না, কয়েক দিনের তফাতে স্পেনকে হারিয়ে তা বুঝিয়ে দিল জাপান , জার্মানির বিরুদ্ধে জয় কোনও অংশেই ‘কাকতালীয়’ ছিল না। এশীয় দেশগুলি যে ইউরোপের দেশগুলির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার জায়গায় চলে এসেছে, বৃহস্পতিবার রাতের ফলেই তা প্রমাণিত। প্রথমার্ধে স্পেনের পাসিং ফুটবলে কিছুটা গুটিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে জাপান দেখিয়ে দিল প্রেসিং ফুটবল কাকে বলে! দ্বিতীয়ার্ধ জুড়ে কার্যত মাঠ জুড়ে দাপট দেখালেন জাপানি খেলোয়াড়েরা। স্পেনকে খেলার জায়গাই দিলেন না তাঁরা। প্রথমার্ধে যে পাসিং ফুটবলে দাপট দেখাচ্ছিল স্পেন, দ্বিতীয়ার্ধে কার্যত তা উধাও।

প্রথমার্ধের নিজেদের দাপুটে পাসিং ফুটবলের খেলা চেনা ছন্দেই শুরু করেছিল স্পেন। মাঝ মাঠে যুব প্রতিভাদের বড়ো বড়ো নাম। যে দল কোস্টা রিকা কে ৭ গোল মেরেছিল, সেই একই দলের দুরন্ত পাসিং চোখে পড়ছিল প্রথমার্ধে স্পেনের খেলায়। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই পালটে গেল খেলার ছক। ৪৮ মিনিটে রিতসু দোনের গোলে ম্যাচে সমতা ফেরায় জাপান। তারপরেও যে স্পেনিয় দাপুটে পাসিং ফুটবলের উপর জাপানের প্রেসিং ফুটবল কি বজ্রাঘাত ফেলতে সক্ষম হতে চলেছে সেই কথা কেউ স্বপ্নেও হয়তি আন্দাজ করেনি। কিন্তু সেই আত্মবিশ্বাস ছিল জাপানের খেলোয়াড় ও দলের মধ্যে। ম্যাচের ৫১ মিনিটে জাপানের হয়ে এশিয়ার স্বপ্নের গোল করেন আও তানাকা। জাপানের প্রেসিং ফুটবলের সামনে পরাজয় স্বীকার করে স্পেনের পাসিং ফুটবল।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আচমকা তেড়েফুঁড়ে ওঠা খেলার বিরুদ্ধে মানিয়ে নিতে পারেনি স্পেন। দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে প্রথম গোল করেন দোয়ান। বক্সের বাইরে বল পেয়ে সামান্য ভেতরে ঢুকে বাঁ পায়ে জোরালো শট! স্পেনের গোলকিপার উনাই সিমন বাঁ দিকে ঝাঁপিয়েও বল জড়িয়ে যায় জালে। দ্বিতীয় গোলের সক্রিয় অংশগ্রহণ ছিল এই খেলোয়াড়েরই। প্রায় গোললাইনের কাছ থেকে তার করা ক্রস গোলে কনভার্ট করে দেন তানাকা। যদিও এই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সেই সব নিয়ে আর ভাবছেই বা কে? জাপান ও এশিয়া জুড়ে এখন উৎসবের সুর! 

News Sports Football Japan FIFA World Cup সংবাদ

Last Updated :