header banner

এটিকে মোহনবাগানের চেন্নাই ম্যাচের জার্সি ঘিরে বিতর্ক

article banner

সেয়ানে সেয়ানে লড়াইয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল আন্তোনিয় লোপেজ হাবাসের দল। সেই ম্যাচেই এটিকে মোহনবাগানের পরা জার্সি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। গতকালের ম্যাচে কালো রঙের জার্সি পরে মাঠে খেলতে নেমেছিলেন রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসরা। মাঠে প্রিয় দলকে ওই জার্সি পরে খেলতে দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে শুরু করেন সবুজ মেরুন সমর্থকেরা। বর্তমানে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট সহ বিশেষ করে ফেসবুকে বিপুল পরিমান এ বিষয় সম্পর্কিত পোষ্ট করা হয়েছে। উঠেছে রিমুভ ব্ল্যাক জার্সি, রিমুভ এটিকে স্লোগান। 
কাল যে জার্সি পরে এটিকে মোহনবাগান খেলতে নেমেছিল, সেই জার্সিটিকে টিমের থার্ড কিট বলা যেতে পারে। এক একটি টিমের একটি সিজেনে তিনটি করে জার্সি থাকে হোম, অ্যাওয়ে ও থার্ড কিট। যার মধ্যে হোম এবং অ্যাওয়ে কিট এর আগেই দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল ও সেই জার্সিদুটি পরেই আগের ম্যাচ গুলিও খেলেছে সবুজ মেরুন দল। কাল যে জার্সি পরে এটিকে মোহনবাগান খেলতে নেমেছিল সেই জার্সি কার্যত হুবহু মিলে যায় শেষ বারের এটিকের অ্যাওয়ে জার্সির সাথে। এবং এই জার্সি এর আগে প্রকাশও করা হয়নি ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সেখানেই ক্ষোভ সবুজ মেরুন সমর্থকদের। হয়ত দলের থার্ড কিট রেডি না থাকার ফলে, সেখান থেকেই ঘটেছে বিপত্তি। যদিও এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। 

{ads}
 

ATK Mohunbagan ISL Indian Football Mohunbagan Fans Kolkata West Bengal India Sports

Last Updated :