header banner

আত্মবিশ্বাসী সবুজ মেরুন, জয়ের লক্ষ্যে মরিয়া ব্রাইটরা

article banner

আইএসএল-এ আজ ফিরতি ডার্বি গোয়ার মাঠে। দ্বিতীয়বারের জন্য ভারতের প্রথম সারির ফুটবল লিগে মুখোমুখি হতে চলেছে লাল হলুদ ও সবুজ মেরুন। এই ম্যাচ ঘিরে যে বাঙালির আবেগ কতোখানি তা আলাদা করে বলে দেওয়ার প্রঅয়োজন নেই। কিন্তু পারিপার্শ্বিক সমস্ত কিছু মাথায় রেখে একথা বলা যায় বর্তমানে ইলিশ চিংড়ীর এই লড়াই শুধু কলকাতা ডার্বি নয়, ভারতীয় ডার্বির আকার লাভ করেছে। বর্তমানে আইএসএলের লিগ টেবিলে ৩৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে এটিকে মোহনবাগান ও ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। 


আইএসএলে এই মুহুর্তে অন্যতম সেরা ছন্দে রয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য থেকে শুরু করে স্ট্রাইকার রয় কৃষ্ণা সকলেই কার্যত অনবদ্য ফুটবল খেলছেন। সবুজ মেরুনের দলকেও অনেক সংঘবদ্ধ দেখাচ্ছে। শেষ ম্যাচে রয় কৃষ্ণার করা গোলেই শেষ মুহুর্তে জয়লাভ করেছিল এটিকে মোহনবাগান। আজকের ম্যাচে পরিস্থিতি থেকে শুরু করে ফিটনেস সহ কার্যত সব দিক থেকেই এগিয়ে থাকবে হাবাসের দল। কিন্তু অন্যদিকে ডার্বির ইতিহাস দেখলেও বলা চলে অঘটন কিছু একটা ঘটে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ডার্বির ম্যাচে একটা আলাদা রক্তচাপ কাজ করে খেলোয়াড়দের মধ্যে। আজ রয় কৃষ্ণা ও মনবীর কে আটকাতে পারলেই একটা বাজিমাত করে ফেলার সম্ভাবনা গড়ে তুলতে সক্ষম হতে পারে লাল-হলুদ। আবার এই রয় কৃষ্ণাই একাই পাল্টে দিতে পারেন ম্যাচের ভাগ্য। অন্যদিকে লাল হলুদে দুরন্ত ফর্মে থাকা স্ট্রাইকার ব্রাইটের দিকেও ম্যাচে বিশেষ নজর থাকবে। শেষ দিকে লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে তিনি কার্যত কালঘাম ছুটিয়ে দিয়েছেন বিপক্ষ ডিফেন্ডারদের। সন্দেশ ঝিংগান ও প্রীতম কোটাল রা তাকে আটকাতে পারেন কিনা তাও দেখবার বিষয়। তবে একথা স্পষ্ট আজ রবি ফাওলারের দল ম্যাচ জেতার লক্ষ্যে নিজেদের সবটা দিয়ে ঝাঁপাবে। সবমিলিয়ে আজ এক জমজমাট লড়াই চোখে পড়তে চলেছে টিভির পর্দায়। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়। 
 

ATK Mohunbagan SC Eastbengal ATK Mohunbagan Vs Sc Eastbengal ISL Derby Goa Football Sprots Robbie Fowler Antonio López Habas Kolkata Derby News Sports International

Last Updated :