header banner

ISL: মাঝমাঠে জর্ডন এলসের অনুপস্থিতি স্পষ্ট, জামশেদপুরের বিরুদ্ধে ড্র দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই জয় দিয়ে হিরো ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম শুরু করেছে মোহনবাগান। ডুরান্ডে যে দাপুটে খেলা লাল-হলুদ শিবির দেখিয়েছে, সেই বিষয়টির উপর ভিত্তি করে এবার আইএসএলে দলের ভালো পারফরমেন্সের আশায় বুক বেঁধেছেন সমর্থকেরা। সোমবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল তাদের আইএসএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির। কিন্তু মরশুমের শুরুতে প্রথম ম্যাচে মনমরা হয়েই মাঠ ছাড়লেন লাল-হলুদ সমর্থকেরা। খেলা গোলশূন্য ড্র হওয়ার কারণে ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে কার্লোস কুয়াদ্রাতের দল কে।

{link}
সোমবার দুই দলই তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। রক্ষনভাগকে মজবুত করে প্রতি আক্রমণের রণকৌশল সাজিয়েছিলেন দুই দলের কোচই। যার কারণে প্রথমার্ধের ৩০ মিনিট পর্যন্ত খুব একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি দুই দলের গোলের গোলরক্ষক কে। তবে এরপর থেকে ইস্টবেঙ্গল যথেষ্ট চাপ বাড়ায়,নন্দকুমার ও নাওরেম মাহেশ এর সাঁড়াশি আক্রমণ। যা অনেকটা বেসামাল করে দেয় জামশেদপুরেকে। পরিত্রাতার ভূমিকা পালন করেন গোলরোক্ষক রেহেনেশ। একের পর এক দুরন্ত সেভ করেন এই যুব খেলোয়াড়।

{link}
প্রসঙ্গত, দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও ইতিবাচক ফুটবল খেলতে দেখা যায়নি লাল-হলুদ বাহিনীকে। বরং দু একবার গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন স্কট কুপাটের ছেলেরা। তবে অনবদ্য প্রভসুকান গিল, বলের গতি রুখে দেন। তবে গোলের সামনে একটি ফাউল হওয়ার কারণে পেনাল্টির আবেদন করেছিলেন জামসেদপুরের খেলোয়াড়ের। সেই আবেদনে সাড়া দেননি রেফারি। এদিন যেন কিছুটা ক্লান্ত লাগছিল কুয়াদ্রাত ব্রিগেডকে, ডুরান্ডের খেলার সেই পুরানো দ্রুত গতি লক্ষ্যণীয় হয়নি। নিজের পুরোনো ছন্দে পাওয়া গেল না সৌভিক চক্রবর্তীকেও। ম্যাচ একটি হলুদ কার্ড ও দেখতে হয় তাঁকে। জর্ডন এলসের দলে না থাকাটা পুনরায় প্রমান পাওয়া গেল লাল -হলুদ বাহিনীর মাঝমাঠের খেলায়। আগামী ম্যাচে এখন পুনরায় ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হবে ইস্টবেঙ্গলের। এই নতুন দল নিয়ে চলতি মরশুমে বিপুল আশা রয়েছে সমর্থকদের। 
{ads}

news ISL East Bengal Emami East Bengal Jamshedpur FC সংবাদ

Last Updated :