header banner

AUS VS AFG : অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় আফগানিস্তানের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রবিবার ভারতীয় সময় সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (Afghanistan)। বীর আফগান যোদ্ধারা ক্যাঙ্গারুদের ২১ রানে হারিয়ে দেয়। আফগানিস্তান এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ১৪৮ রানের টার্গেট দেয়। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়, তাও শুরু থেকেই হোঁচট খেতে শুরু করে ক্যাঙ্গারু বাহিনী। মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা।

{link}

অসাধারণ বোলিং পারফর্মেন্স আফগানদের। গুলবাদিন নায়েব এদিন কুড়ি রানে চারটি উইকেট নেন। তিনটি উইকেট দখল করেন নবীন উল হক। একা কুম্ভ হয়ে কি সুন্দর বলল কিন্তু করা যাবে না যথাসাধ্য লড়াই করেন গ্লেন ম্যাক্সওয়েল। যেখানে অন্যান্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কূল কিনারা পাচ্ছিলেন না। সেই পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করেন ম্যাক্সওয়েল (Maxwell)। ৫৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি, ম্যাচটি অস্ট্রেলিয়া হেরে যায়।

{link}

একদিনের বিশ্বকাপে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ানদের। সেখানে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছিলেন এই ম্যাক্সওয়েল। একার হাতে বৈতরণী পার করে দিয়েছিলেন। তবে এক্ষেত্রে সেটি আর হলো না। ম্যাচটি হেরে যাবার ফলে অস্ট্রেলিয়ানদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে দাঁড়ালো। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ক্যাঙ্গারও বাহিনী, মরণ বাঁচন সেই ম্যাচে জিততেই হবে তাদের। অপরদিকে বাংলাদেশকেও হারাতে হবে আফগানিস্তানকে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ানদের সেমিফাইনালে যাওয়া সম্ভব হবে। অপরদিকে টিম ইন্ডিয়া যথেষ্ট সুবিধা জনক অবস্থায়, আফগানিস্তান অস্ট্রেলিয়া কে হারালেও এক্ষেত্রে কোন প্রভাব পড়বে না ভারতের। কারণ ভারতের রান রেট অনেকটাই এগিয়ে।

{ads}

News Breaking News Cricket Cricketer Australia Afghanistan Player All out Bowling performance Wicket Maxwell T20 AUS VS AFG Match সংবাদ

Last Updated :