header banner

রাহানের ব্যাটে সেঞ্চুরি, ৮২ রানের লিড ভারতের

article banner

একেবারে যাকে বলে ক্যাপ্টেনস পারফরমেন্স, ২০০ বলে ১০৪ নট আউট, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি অজিঙ্কিয়া রাহানের। দিনের শেষে ২৭৭/৫ রান ভারতের। ক্রিজের ১০৪ বলে ৪০ রান করে তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। এই টেস্টে ডেবিউ করা শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। হনুমা বিহারী ও রিশভ পন্থের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২১ ও ২৯ রান। চেতেশ্বর পূজারা করেছেন ৬০ বলে ১৭ রান। সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন সম্পূর্নভাবেই হয়ে রইল ভারতের পক্ষে। গুগুলে উইনিং পার্সেন্টেজ হয়ে দাঁড়িয়েছে ৬৫%।    
সমালোচনার যোগ্য জবাব বোধহয় একেই বলে। প্রথম টেস্ট ম্যাচে ভুল বোঝাপড়ার কারনে বিরাট কোহলি রান আউট হয়ে যাওয়ায় সেই সময় সমালোচিত হতে হয়েছিল রাহানেকে। প্রথম টেস্টের পর পরিবার সংক্রান্ত কারনে দেশে ফিরে আসেন ক্যাপ্টেন বিরাট কোহলি। তারপর দ্বিতীয় টেস্টে দলের ক্যাপ্টেনশিপ তুলে দেওয়া হয় অজিঙ্কিয়া রাহানের হাতে। ক্যাপ্টেন হিসাবে দলের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছেন তিনি। গতকাল টেস্ট টিমে ডেবিউ করে দু উইকেট পাওয়া সিরাজকে ড্রেসিংরুমে উঠে যাওয়ার সময় লিড করতে দেন তিনি। তার এই পদক্ষেপ গোটা ক্রিকেট বিশ্বের তারিফ লাভ করেছে। আর আজ সেই রাহানের ব্যাটেই কার্যত দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে ফেরার সম্ভাবনা বাড়ছে ক্রমশ। 

ভারত প্রথম ইনিংসঃ
ময়ঙ্ক আগরওয়াল ০(৬), শুভমান গিল ৪৫(৬৫), চেতেশ্বর পূজারা ১৭(৭০), অজিঙ্কিয়া রাহানে ১০৪*(২০০), হনুমা বিহারী ২১(৬৬), ঋষভ পন্থ ২৯(৪০), রবীন্দ্র জাদেজা ৪০*(১০৪)
উইকেটের পতনঃ
০/১ (ময়ঙ্ক আগরওয়াল, ০.৬ ওভারে) ৬১/২(শুভমান গিল, ২১.৬ ওভারে) ৬৪/৩(চেতেশ্বর পূজারা, ২৩.৪ ওভারে) ১১৬/৪(হনুমা বিহারী, ৪৪.৪ ওভারে) ১৭৩/৫(ঋষভ পন্থ, ৫৯.১ ওভারে)
{ads}

Ajinkya Rahane India Australia Boxing Day Test Ind vs Aus Day 2 1st innings Cricket International Sports

Last Updated :