header banner

বলিভিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে বড়ো জয় আর্জেন্টিনার, জোড়া গোল মেসির

article banner

বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ বড়ো ব্যাবধানে জিতে গ্রুপ পর্বে নিজেদের গ্রুপে প্রথম স্থানে শেষ করল আর্জেন্টিনা। এই ম্যাচটির সেইভাবে কোনও গুরুত্ব ছিল না আর্জেন্টিনার কাছে। কারন এই ম্যাচ খেলার পূর্বেই শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল নীল সাদা ব্রিগেড। যার ফলে আজ মেসিকে রেস্ট দেবেন স্কালোনি বলেই ধারনা করেছিলেন অনেকে। কিন্তু মেসিকেই অধিনায়ক রেখে দল সাজিয়েছিলেন স্কালোনি। সেই মেসি ম্যাজিকেই জয় পেয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন এল এম টেন। 

{link}

আজ মেসিকে অ্যাট্যাকিং মিডফিল্ড ও আগুয়েরোকে সেন্টার ফরোয়ার্ডে রেখে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন স্কালোনি। ম্যাচের ৬ মিনিটের মাথায় আলেজান্দ্রো গোমেজ এর করা গোলে ১-০ গোলে লিড নেয় আর্জেন্টিনা। এই গোমেজ কেই বক্সে ফাউল করলে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলার স্কোর ২-১ করেন মেসি। তারপরে ৪২ মিনিটে আবার সেই মেসি ম্যাজিক। গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে অসামান্য গোল করেন লিও মেসি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ব্যাবধান কমায় বলিভিয়া। ৬৫ মিনিটে লাউতারো মার্টিনেজ-এর করা গোলে স্কোরলাইন হয়ে দাঁড়ায় ৪-১। এই স্কোরলাইনেই শেষ হয় খেলা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন লিও মেসি। 

{link}

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে গ্রুপ পর্বের লড়াই শেষ করল আর্জেন্টিনা। শেষ আটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের। দুরন্ত ফর্মে রয়েছে স্কালোনির এই তরুন দল। ট্রফির খরা ঘুচবে কি?

{ads}

News sports football Messi Argentina Argentina vs Bolivia Copa America খেলা ফুটবল মেসি আর্জেন্টিনা

Last Updated :