header banner

বাড়ছে করোনা সংক্রমন, কোপা আমেরিকা আয়োজিত হচ্ছে না মেসির দেশে

article banner

টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ২ সপ্তাহ। ইতিমধ্যেই নিজেদের দলের হয়ে ট্রেনিং-এ নেমে পড়েছেন প্রায় সমস্ত দলের ফুটবলাররাই। তীব্র উত্তেজনার মধ্যে টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন বিশ্বব্যাপি ফুটবল সমর্থকেরা। কিন্তু এহেন সময়েই সংশয় তৈরি হয়েছে এই টুর্নামেন্ট নিয়ে। আর্জেন্টিনায় আয়োজিত হওয়ার কথা ছিল ২০২১ কোপা আমেরিকা প্রতিযোগিতার। কিন্তু এহেন সময় টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তাতে কোপ বসিয়েছে করোনার থাবা। আর্জেন্টিনায় এই মুহুর্তে দৈনিক সংক্রমন বাড়তে থাকার কারণে এবারে আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন করা হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে আয়োজক সংস্থা কনমেবল। তবে অন্য কোন দেশে হলেও তা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। তবে তা কোন দেশে আয়োজন করা হবে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। 

{link}
আয়োজক সংস্থার বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, করোনার দৈনন্দিন সংক্রমণ বাড়ছে আর্জেন্টিনায়। এই পরিস্থিতিতে সেখানে কোপা আমেরিকা আয়োজন করা হবে না। অন্য যে দেশগুলি কোপা আমেরিকা আয়োজনের ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছিল, তাঁদের ব্যাপারে বিবেচনা করাও শুরু করেছে কনমেবল। সূত্রের খবর, কোপা আমেরিকা আয়োজিত হতে পারে আমেরিকায়। এর আগেও একবার সেখানে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। তবে এবার একই সঙ্গে কনফেডারেশনস কাপও রয়েছে। এখন দেখার দুই বড় প্রতিযোগিতা কি একই দেশে আয়োজিত হয়? নাকি তার আসর বসবে অন্য কোনও দেশে? 

{link}
উল্লেখ্য বিষয় জুন মাসের ১৪ তারিখে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা টুর্নামেন্টের। চলবে সমান্তরালভাবে ইউরো কাপের সাথে। প্রতিবারই সাধারনত তাই হয়ে থাকে। শেষবার এই টুর্নামেন্ট জয়ী হয়েছিল ব্রাজিল। এবারেও ফুটবলপ্রেমীরা টানটান লড়াইয়ের সাক্ষী থাকবেন বলেই ধারনা ফুটবল বিশেষজ্ঞদের। 

{ads}
 

News sports football Copa America Copa America 2021 Argentina Brazil Lionel Messi Neymar Jr কোপা আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল মেসি খেলা সংবাদ

Last Updated :