header banner

Australia vs England: অ্যালেক্স ক্যারির দুরন্ত সেঞ্চুরি! তৃতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে অজিরা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। অ্যাসেজ সিরিজে প্রথম দুই টেস্টে জিতে এই মুহূর্তে 2-0 স্কোরে এগিয়ে রয়েছে স্টিভ স্মিথের দল। বুধবার সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দিনের শেষেও তুলনামূলকভাবে লড়াইয়ে এগিয়ে রইল অস্ট্রেলিয়া। এদিন ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যালেক্স ক্যারি। তাঁর ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। অপরদিকে, একইসঙ্গে অসাধারণ ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছেন উসমান খোয়াজা। তাঁর ব্যাট থেকে এসেছে ৮২ রান। দিনের শেষে ৮ উইকেটের বিনিময়ে ৩২৬ রান করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে ক্রিজে ৩৩ রান বানিয়ে নট আউট রয়েছেন মিচেল স্টার্ক। সঙ্গে রয়েছে নাথান লিও। তিনি ১৮ বল খেললেও এখনও কোনও রান করেননি। 

{link}
যদিও, এদিন দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ট্রেভিস হেড ওপেন করলেও খুব বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেননি। ২৮ বলে ১০ রান করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। অপরদিকে ১৮ রান করে ফিরে যান ওয়েদার্ল্ড। লাবুশানের ব্যাট থেকে আসে ১৯ রান। শূন্য রানে ফিরে যান ক্যামেরন গ্রিন। সদ্য নাইট রাইডার্স রেকর্ড অঙ্কে সই করিয়েছে এই অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে। তারপরেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারি। 

{link}

ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট পেয়েছেন জোফরা আর্চার। তাঁর ঝুলিতে গিয়েছে তিনটি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন উইল জ্যাকস ও ব্রাইডন কার্স। একটি উইকেট গিয়েছে জশ টাঙ্গের দখলে। বুধবার কোনও উইকেট পাননি বেন স্টোকস। আগামীকাল খেলা কোন দিকে গড়ায়, সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

{ads}

The Ashes Ashes Third Test Eng Vs Aus Aus vs Eng Alex Carey Ushman Khwaja Test Cricket Sports Cricket সংবাদ খেলা অস্ট্রেলিয়া টেস্ট ইংল্যান্ড

Last Updated :

Related Article

Latest Article