header banner

Bangladesh Cricket: বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিদ্রোহ! জটিল সমস্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষে বাংলাদেশের ক্রিকেট টিমের সত্যি কি কোনো নিরাপত্তার অভাব আছে? স্পষ্ট উত্তর না। তবুও বিবিসি ভারতের দল পাঠাবে না বলে দৃঢ় হয়ে বসে আছে। আর এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

{link} 

  বিসিবির অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম বলেন, “কোটি-কোটি টাকা খরচ করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পরেও যদি তাঁরা কিছু না করতে পারেন, তখন কী হবে? ক্রিকেটারদের থেকে কি টাকা ফেরত চাওয়া হবে?” এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেট বয়কটের ডাক দেন পদ্মাপাড়ের ক্রিকেটাররা। তাঁরা দাবি করেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নাজমুলকে। বিসিবি থেকেও তাঁকে সরাতে হবে। শেষ পর্যন্ত ফিনান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুলকে বরখাস্ত করা হয়। এহেন পরিস্থিতিতে বিসিবির সঙ্গে বৈঠকে বসে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ মিঠুন বলেন, “ফোন কলে এবং হোয়াটসঅ্যাপে অশ্রাব্য় গালিগালাজ করা হচ্ছে। আমাদের বলা হচ্ছে, দালালি করে দেশের পরিবেশ নষ্ট করছি আমরা। শুধু তাই নয়, আমাদের বলা হচ্ছে আজকের পর থেকে কোনও ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না।” ফলে সামগ্রিক পরিস্থিতি যে বেশ জটিল তা বলতেই হবে।

{ads}

Bangladesh Bangladesh News Bangladesh Cricket News ICC Bangladesh Cricketers Protest News সংবাদ ক্রিকেট বাংলাদেশ খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article