header banner

Bangladesh Cricket: বাংলাদেশ টি-২০ বিশ্বকপে অংশ নেবে না! ইউনুসের সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ খেলোয়াড়েরা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাস্তবিক খেলোয়াড়দের অন্ধকারে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB ), এই সিদ্ধান্তে পৌছায়। স্বাভাবিক কারণেই এই সিদ্ধান্তের জন্য প্রবল ক্ষুব্ধ খেলোয়াড় ও দেশের বহু মানুষ। ২২ জানুয়ারি খেলোয়াড়দের সঙ্গে একটি বৈঠকের পর BCB আনুষ্ঠানিক ভাবে টি-২০ বিশ্বকাপ বয়কটের কথা ঘোষণা করে। BCB-র পক্ষ থেকে জানানো হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগই এই সিদ্ধান্তের মূল কারণ। পাশাপাশি, তারা দাবি করে, ICC তাদের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কাগুলো যথাযথ ভাবে আমল দিচ্ছে না। সে কারণেই ভারতে তারা দল পাঠাবে না। তবে ক্রিকবাজ-এ প্রকাশিত বক্তব্যে একাধিক ক্রিকেটার জানান, ওই বৈঠকটি আসলে খেলোয়াড়দের মতামত জানান জন্য নয়, বরং সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার জন্যই ডাকা হয়েছিল। 

{link}

  নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, 'প্রথমে মনে করা হয়েছিল আমাদের সম্মতি নেওয়া হবে। কিন্তু বাস্তবে আমাদের ডাকা হয়েছিল শুধু পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য। আমরা বৈঠকে আসার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আমাদের মতামতের কোনও মূল্যই দেওয়া হয়নি।' ওই ক্রিকেটার আরও বলেন, 'আগের সিদ্ধান্তগুলোতে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হলেও এবার বিষয়টি ভিন্ন ছিল। তারা আমাদের কিছু জিজ্ঞাসাই করেনি। সরাসরি বলেছে, আমরা যাচ্ছি না। আগের মতো বসে আমাদের কথা শোনেনি। আসলে সরকারের সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। এটা সরাসরি সরকারের নির্দেশ, খেলা হবে না।' ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বৈঠকে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু এর জবাবে সরকার ও BCB কর্তারা অতীতে বাংলাদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে হুমকির ঘটনা এবং দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।

{ads}

Bangladesh Bangladesh News Bangladesh Cricket Team T20 World Cup World Cup Cricket সংবাদ ক্রিকেট ক্রিকেট খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহম্মদ ইউনুস

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article