header banner

স্বার্থক বাঙালির ফুটবল প্রেম, শহরে এহেন রাত বারবার আসেনা

article banner

নিজস্ব সংবাদদাতা: গতকাল যখন মলিনার শট থেকে টাইব্রেকারে আর্জেন্টিনার জয়সূচক গোল এলো, দম বন্ধ করা উত্তেজনার শেষে যখন নিশ্চিত হওয়া গেল যে সত্যিই আর্জেন্টিনা চ্যাম্পিয়ান, তখন কলকাতায় ঘড়ির কাঁটা প্রায় রাত সাড়ে এগারোটা ছুঁই ছুঁই। রাত সাড়ে আটটায় যখন খেলা শুরু হয়, তার কিছুক্ষন পরে রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল যেন ফিরে এসেছে সেই পুরোনো লকডাউনের স্মৃতি। সমস্ত রাস্তাঘাট জুড়ে ঠান্ডা শীতের কুয়াশা ঢাকা নিস্তব্ধতা। দোকান পাঠ, বাজার হাট সব বন্ধ, কোথাও খোলা থাকলেও বিক্রেতা নেই। বিশ্বকাপ ফাইনাল বলে কথা, সদ্য ফুটবল বুঝতে শুরু করা ছোট্ট এক অবুঝ শিশু থেকে শুরু করে মারাদোনা-পেলের খেলা দেখে ফুটবলপ্রেমী হয়ে ওঠা আট থেকে আশি সকলের দৃষ্টি আবদ্ধ টিভির পর্দায় কিংবা জায়েন্ট স্ক্রিনে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের ফাইনাল বলে কথা! 

{link}
সমগ্র বিশ্ব সহ কলকাতা সহ শহরতলীর উৎকণ্ঠার শেষ হল টাইব্রেকারে। সমস্ত ম্যাচ জুড়ে একাধিক উত্থান পতনে তখন হার্টবিট নিয়ন্ত্রনের বাইরে ফুটবল সমর্থকদের। জয়ের আনন্দ ও পরাজয়ের আতঙ্কের মাঝে গলার মধ্যে শুকিয়ে আসছে শেষ জলবিন্দুটুকুও। কিন্তু এহেন মাহেন্দ্রক্ষণে আর্জেন্টাইন সমর্থকদের কাছেই ধরা দিল ভাগ্য। স্বপ্নপূরন হল মেসির। দুরন্ত লড়াইয়ে মন কেড়ে নিলেন এমবাপে। জয়ের বাঁশি যখন কাতারের লুসায়েল স্টেডিয়ামে ধ্বনিত হল, তখন এইদিকে কলকাতাতেও শীতের আমেজে ঘুমিয়ে পড়া একটা শহর পুরনায় জেগে উঠতে শুরু করল, জেগে উঠতে শুরু করল উৎসবের আমেজে। রাস্তার রাস্তায় দলে দলে নামতে শুরু করল সাধারন মানুষ, হাতে নীল-সাদা পতাকা, গলায় মেসি কিংবা আর্জেন্টিনার নাম। কারুর হাতে ড্রাম, কারুর হাতে ঢোল কেউবা নিয়ে নেমেছেন বাজি। উন্মাদনার ঢেউ উপচে পড়ছে শহরজুড়ে। যে ঢেউয়ে সামিল আট থেকে আশি সকলে। হাওড়া শহরের মন্দিরতলাতেও সেহেনই ছবি। যে মন্দিরতলা ১১টা বাজলেই কার্যত ধূ ধূ করে, সেই মন্দিরতলায় রাত বারোটা পেরিয়ে যাওয়ার পরেও উপচে পড়া ভিড় আর্জেন্টিনা সমর্থকদের। মেসি, মেসি চিৎকারে কান পাতা দায়। উন্মাদনা ও উচ্ছ্বাসের জোয়ার। আশেপাশে এসে উপস্থিত হয়েছেন কিছু ব্রাজিল সমর্থকও। এই মুহূর্তটা মনে সামান্য বিষাদ নিয়ে উপভোগ করতে ছাড়ছেন না তারাও। শহরে এহেন রাত, এহেন মুহূর্তের দেখা সচরাচর মেলে না। শেষবার দেখা গিয়েছিল ২০১১-এ ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর। 

{link}
সত্যি, বাঙালি এতোটাই ফুটবল ও ক্রীড়া পাগল। নাহলে নিজের দেশ যে প্রতিযোগীতাতে অংশগ্রহনও করে না সেই প্রতিযোগীতা নিয়ে এতো মাদকতা? শহর ছেড়ে কয়েক হাজার কিলোমিটার দূরে দক্ষিন আমেরিকার দেশ আর্জেন্টিনার জয়ে, সেই দেশের ছোট্ট এক শহর রোজারিওতে জন্মগ্রহন করা এক খেলোয়াড়ের স্বপ্নপূরন নিয়ে এতোটা আবেগপ্রবন তারা! এহেন মুহূর্তের আনন্দটাই হয়ত আজীবন নিজের বুকে করে আগলে নিয়ে বেড়াবে একটা গোটা প্রজন্ম। সত্যি, ফুটবল শ্রেষ্ঠ… আর সেই শ্রেষ্ঠত্বের মুকুটের অন্যতম পালক, বাঙালির এই ফুটবল প্রেম। 
{ads}

news Football Kolkata FIFA World Cup Messi Argentina সংবাদ

Last Updated :