header banner

Virat Kohli : আবার ব্যর্থ বিরাট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর মাত্র কয়েকদিন। তার পরেই বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাস্কার সিরিজ। আর এই সময় আবার ট্রায়াল গেমে ব্যর্থ বিরাট। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ম্যাচ পরিস্থিতিতে ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। সেখানেই ব্যাট হাতে রান করতে ব্যর্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli )। শুধু তিনি নন, ব্যাট হাতে রান করতে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্ত (Rishabh Pant)ও। যে  খবর পাওয়া যাচ্ছে ভারত এ দলের বিপক্ষে মাত্র ১৫ রানে আউট হয়ে যান বিরাট কোহলি।

{link}

যা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার। এদিন শুরুটা ভালো করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুকেশ কুমারে ওভারে তাঁর ট্রেডমার্ক কভার ড্রাইভ খেলার পর দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। যা তাঁর টেস্ট ক্রিকেটে চলতে থাকা খারাপ ফর্মের অংশ বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিক কারণেই চিন্তায় ভারতীয় দল। বিরাটের খারাপ সময় মানে ভারতের খারাপ সময়। জুন মাসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো নক খেলার পর তাঁকে সেভাবে ব্যাট হাতে রান করতে দেখতে পাওয়া যায়নি। টেস্ট ক্রিকেটে শেষ কবে শতরান এসেছে বিরাটের ব্যাট থেকে তা মনে করতে সময় লাগবে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে সিরিজ হোক বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বারবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি।

{link}

২ সিরিজের ৫টি টেস্টে মাত্র ১টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। অবশ্য এদিন আউট হওয়ার পর সরাসরি নেট প্র্যাক্টিসে মনোনিবেশ করেন কোহলি। কোহলির মতো এদিনের প্রস্তুতিতে রান পেলেন না ঋষভ পন্তও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় তাঁর রেকর্ড দুরন্ত। ভারতের সিরিজ জিততে হলে ঋষভের ব্যাট চলা জরুরি। তবে এদিন শুরুটা ভালো করলেও বাউন্সার সামলাতে গিয়ে বাজে ভাবে আউট হন তিনি। অন্যদিকে কেএল রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট থিঙ্ক ট্যাঙ্ক।

{ads}

News Breaking News Play Cricket Match Indian team Virat Kohli সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article