header banner

Subhman Gill: বিশ্বকাপের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল

article banner

Subhman Gill: রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি  ভারত, চেন্নাইয়ে  খেলতে নামবে ভারত । তার আগেই ভারতীয় শিবির  ধাক্কা।  তবে ভারতীয় শিবির বড় ধাক্কা, থাবা ডেঙ্গির । ডেঙ্গি আক্রান্ত  ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল।  প্রসঙ্গত, দেশের তরুণ এই ওপেনার বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন । বর্তমানে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। এশিয়া কাপে ঘরের মাঠে অস্টেলিয়ার বিরুদ্ধে শতরানের দুরন্ত পারফরমেন্স করেছেন। তবে তার শরীরের কিভাবে ডেঙ্গি?  তা নিয়ে চিন্তিত ভারতীয় মহল । তরুণ ওপেনার এই বারের বিশ্বকাপের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন, তিনি রীতিমতো ভারতীয় ব্যাটিং লাইন আপের ভরসা হয়ে উঠেছেন। এমন অবস্থায় শুভমান খেলতে না পারলে ভারতীয় দলের কাছে বড় ধাক্কা । তবে ভারতীয় ওপেনার খেলতে পারবেন কি না ? সেই বিষয় জানা  যাবে শুক্রবার। তাঁর আর এক বার পরীক্ষা করা হবে। তার পরেই ঠিক হবে, আদৌ শুভমন খেলবেন কি না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

{link}

শুভমান যদি প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিষানকে। অধিনায়ক রোহিত শর্মার সাথে বাঁহাতি ওপেনার ওপেনিং করবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে রোহিতের সঙ্গে রাহুলকে ওপেনিং করতে দেখা যেতে পারে। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকার জন্য  ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান দেখা যেতে পারে।

{link}

এক দিনের ক্রিকেটে চার বছর পূর্বে   ২০১৯ সালে অভিষেক হয় ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলের। তিনি  ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ৬ টি শতরান করেছেন  ৫০ ওভারের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট একদিনের ম্যাচে  মোট ১৯১৭ রান করেছেন। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরমেটে  এখন নিয়মিত ওপেনার ব্যাটসম্যান শুভমান। এমনকি নির্বাচকদের তালিকায় প্রথম সারির ব্যাটসম্যান হিসেবে পড়েন শুভমান গিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে যদি তাঁকে না পাওয়া যায় ,তবে ভারতীয় দলের কাছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

{ads}

Subhman Gill News World Cup 2023 ICC Cricket World Cup India Cricket সংবাদ

Last Updated :