শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারতীয় টিমের (Indian team) পারফরমেন্স খুবই খারাপ। সম্প্রতি নিউজিল্যান্ডের (New Zealand) সঙ্গে খেলায় একেবারে ভারত দূরমুস হয়ে গেছে বলা যায়। অথচ সামনেই আছে অস্ট্রিলিয়ায় (Australia) গুরুত্বপূর্ণ খেলা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির আগে নিজেদের সর্বোচ্চ ফর্মে ফিরতে এই পরামর্শ দিয়েছেন ব্রেট লি (Brett Lee) কিছু ওই দুই প্লেয়ারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
{link}
এই নিয়ে তিনি 'ব্রেট লি টিভি'তে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, "যখন আপনার খারাপ পারফর্মেন্সের স্রোত শুরু হয়, তখন চাপে পড়ার সম্ভাবনা থাকে। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) উচিত ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়া।
{link}
নিজেদের কৌশল নিয়ে কাজ করা, বিশ্রাম নেওয়া এবং যখন তারা অস্ট্রেলিয়ায় ফিরে আসবে তখন তাদের প্রস্তুত থাকা দরকার। কারণ, আমি গ্যারান্টি দিতে পারি যে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলাররা তাদের বিরুদ্ধে নতুন বলে আক্রমণ করবে।” এর পরেই তিনি বলেন, 'ওই দুই প্লেয়ার নিজেদের যোগ্যতাতেই আবার খেলায় ফিরবে। তবে তাদের চাই বিশ্রাম। শরীরিক দিক থেকে বিশ্রাম কিন্তু মনে ক্রিকেট নিয়ে পরিকল্পনা করে যাওয়া।'
{ads}