header banner

জোড়া গোল করে নায়ক ব্রুনো ফার্নান্ডেজ, নক আউট পর্ব নিশ্চিত ক্রিস্টিয়ানোর পর্তুগালের

article banner

নিজস্ব সংবাদদাতা: ফুটবল বিশ্বকাপ ২০১৮, ভাইরাল হয়েছিল একটি ছবি, চোট পাওয়া রোনাল্ডোকে কাঁধে ভর দিয়ে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন উরুগুয়ের এডিনসন কাভানি। শেষবার নকআউট স্টেজে এই উরুগুয়ের বিরুদ্ধে পরাজিত হয়ে বিশ্বকাপের দৌড় শেষ হয়েছিল পর্তুগালের। ২০২২-এ কাতার বিশ্বকাপে সোমবার রাতে পুনরায় মুখোমুখি হয়েছিল এই দুই দল। শেষবার সেই পুরনো ক্ষতের প্রতিশোধ এবার মরুপ্রদেশে নিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ। গ্রুপ স্টেজে হাইভোল্টেজ ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শেষ ১৬র দৌড়ে স্থান নিশ্চিত করল পর্তুগাল। জোড়া গোল করে ম্যাচের নায়ক ক্লাব ফুটবলে ম্যাঞ্চেসটার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্ডেজ। 

ম্যাচটির উপরে শুরু থেকেই স্পটলাইট ছিল মিডিয়ার। শেষবার ঘানার বিরুদ্ধে বহু কষ্টে তিন পয়েন্ট সংগ্রহ করেছিল পর্তুগাল। অন্যদিকে হুং মিন সনের কোরিয়ার বিরুদ্ধে বারপোস্টেই আটকে গিয়েছিল পর্তুগালের ভাগ্য। প্রথমার্ধের খেলায় গতি, পাসিং, লড়াকু মনোভাব দুই দলের থাকলেও, গোল আসেনি। ফ্রিকিক পেলেও গোল করতে পারেননি রোনাল্ডো। 

{link}

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পর নাটকীয় ঘটনা ঘটে ম্যাচের ৫৪ মিনিটে। বক্সের বাইরে থেকে ব্রুনো ফার্নান্ডেজের বাড়ানো বল মাথা ছুঁইয়ে গোলে ঢুকিয়ে দেন রোনাল্ডো। স্কোরবোর্ডে নামও উঠে যায় সিআরসেভেন-এর। কিন্তু পরে নাম পরিবর্তন করে গোল দেওয়া হয় ব্রুনো ফার্নান্ডেজের নামে। দেখে মনে হলেও ব্রুনোর ক্রস করা বলটি ঢুকে যায় গোলে। মাথা ঠেকেনি ক্রিস্টয়ানোর। যাই হোক, গোল পেয়ে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে হ্যান্ডবলের কারনে ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। নিজের দ্বিতীয় গোল করে দল কে এগিয়ে দিতে ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ। 

ফ্রান্স ও ব্রাজিলের পর এবার কাতার বিশ্বকাপের শেষ ১৬-এ নিজেদের স্থান নিশ্চিত করল পর্তুগাল। রোনাল্ডোর হাতে ট্রফি ওঠে কি না, তাই দেখার বিষয়। অন্যদিকে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ফ্র‍্যান ভালভার্দে, ডারউইন নুনেজ-এর মতো খেলোয়াড়েদের নিয়েও কেন ব্যর্থ উরুগুয়ে? সেই প্রশ্ন উঠছেই। আজ মাঠে দুরন্ত খেলেছেন বেনট্যাঙ্কুর। তবে পরপর দুটি ম্যাচে কিছুটা হলেও বারপোস্টেই আটকে গেছে উরুগুয়ের ভাগ্য। 

{ads}

news FIFA FIFA World Cup Ronaldo সংবাদ

Last Updated :