header banner

সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারহীন সেলেকাওদের নায়ক ক্যাসেমিরো, শেষ ১৬-এ ব্রাজিল

article banner

নিজস্ব সংবাদদাতা: ক্যাসেমিরো, এই নামটি আজ সুইজারল্যান্ড, ব্রাজিলের খেলার শেষে ব্রাজিল সমর্থকদের সবথেকে প্রিয় এক অক্ষরের শব্দ বা নাম বলা যেতে পারে। ম্যাচের প্রায় শেষ লগ্নে ডান পায়ের দুরন্ত গতির শটে এই ক্যাসেমিরোই ব্রাজিলকে নিয়ে গেলেন রাউন্ড অফ সিক্সটিনে। যে শট এতোটাই দ্রুত ছিল যে, সারা ম্যাচে দুরন্ত সমস্ত সেভ দেওয়ার পরেও বলটিকে গোলে যাওয়ার সময় হাঁ করে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না সুইস গোলরক্ষক ইয়ান সোমারের। ক্যাসেমিরোর দুরন্ত শট দেখে কার্যত থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন ইউরো ২০২২ তে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে আটকে দেওয়ার নায়ক। 

প্রথম ম্যাচে নেইমারের চোট পাওয়ার পর আজ সেই নেইমারহীন ব্রাজিল মাঠে কি খেলা দেখায় সেই দিকেই তাকিয়ে ছিল ফুটবল বিশ্ব। কিভাবে দল সাজাবেন তিতে, সেটাও ছিল অন্যতম লক্ষনীয় বিষয়। সুইসদের বিরুদ্ধে ম্যাচে নেইমারের বিকল্প রূপে ফ্রেড কে স্টার্টিং ইলেভেন-এ রেখেছিলেন তিনি। আক্রমনভাগে রিচার্লসনের সাথে সামনে রাখেন লুকাস প্যাকুয়েতা কে। এই ম্যাচে তার কাঁধে যে বেশ বড়ো দায়িত্ব দিয়েছিলেন তিনি তা স্পষ্ট। অন্যদিকে রাইটব্যাকে চোট পাওয়া দানিলোর স্থানে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও। প্রথমার্ধে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। সুযোগ এসেছিল রিচার্লসন ও ভিনিসিয়াস দুই খেলোয়াড়ের কাছেই। তবে ভিনিসিয়াস জুনিয়ারের শট দক্ষতার সাথে আটকে দেন ইয়ান সোমার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। 

{link}

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে রিয়াল মাদ্রিদের স্টার খেলোয়াড় ভিনিসিয়াস নিখুঁত লক্ষ্যভেদ করে ব্রাজিল কে এগিয়ে দিলেও সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডে। একাধিক আক্রমন করলেও গোল হচ্ছিল না ব্রাজিলের। সাম্বা ম্যাজিক সেইভাবে যেন প্রভাব ফেলতে পারছিল না খেলায়। মরিয়া লড়াই করছিল সুইজারল্যান্ড। তবে পরিবর্ত হিসেবে নামা রদ্রিগো জুনিয়ার, গ্যাব্রিয়েল জেসুস এবং অ্যান্টনির মাঠে আসার পর খেলায় গতি বাড়ায় ব্রাজিল। ৮৩ মিনিটে আসে কাঙ্খিত গোল। অভিজ্ঞ ক্যাসেমিরোর দুরন্ত শটের সৌজনে ম্যাচে লিড ন্যায় ব্রাজিল। এই একটি গোলই পরিসমাপ্তিতে ব্যবধান গড়ে দেয় ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যে।

রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত খেলে চ্যাম্পিয়ান্স লিগ জেতার পর ইউরোপা লিগ খেলা দল ম্যাঞ্চেসটার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এই মরশুমের শুরুতে। নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন। দক্ষ এই মাঝমাঠের সেই চ্যালেঞ্জ নেওয়া খেলোয়াড়ই আজ ব্রাজিলকে নিয়ে গেল শেষ ১৬-এ। 'ক্যাসেমিরো' নামটি এখন চোখের মনি ব্রাজিল খেলোয়াড়দের। 

{ads}

News Sports Football FIFA World Cup Brazil সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article