header banner

ISL : ডার্বি হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চলতি মরশুমে ফিরতি ডার্বিটি (Derby) হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি। কিন্তু সমস্যা দেখা দিয়েছে খেলার নিরাপত্তা নিয়ে। কারণ এবার গঙ্গাসাগর মেলা ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে খেলার জন্য অতিরিক্ত পুলিশ দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন পুলিশের পক্ষ থেকে। নবান্ন (Nabanna) থেকে জানানো হয়েছে, গঙ্গাসাগরের জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। তাই ডার্বির জন্য আর পুলিশ দেওয়া সম্ভব নয়।

{link}

এরপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি ডার্বি ম্যাচ অন্য কোথাও নিয়ে যাওয়া হবে? আসলে চলতি মরশুমে ফিরতি ডার্বিটি হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি। সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায় নি। সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে, সেই কারণেই পুণ্যার্থীদের খেয়াল রাখার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হবে। তাই যুবভারতীতে অতিরিক্ত পুলিশ দেওয়া যাবে না। ক্রীড়া মন্ত্রী জানান, নিরাপত্তার বিষয়টি তারা ২৫ দিন আগেই আয়োজকদের জানিয়ে দিয়েছিলেন।

{link}

ফিরতি লিগের ডার্বির আয়োজক মোহনবাগান (Mohun Bagan)। তাদের কাছেও চিঠি পাঠানো হয়ে গিয়েছে। পাশাপাশি দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেও ডার্বিতে পুলিশ নিরাপত্তা দেওয়া যাবে না বলে চিঠি দেওয়া হয়েছিল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তরফ থেকে বলা হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোহনবাগান ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ এই ডার্বিটির আয়োজক মোহনবাগান ক্লাব। এখন ডার্বি হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ আইএসএল (ISL) আয়োজকদের কাছেই রয়েছে এর উত্তর। এখন দেখার খেলার সূচি পরিবর্তন হয় নাকি অন্য কোনো শহরে খেলাকে নিয়ে যাওয়া হয়।

{ads}

News Breaking News Derby Football Play Mohun Bagan East Bengal ISL Yuba Bharati সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article