header banner

Bangladesh News: দেশে পুড়ে ছাই হচ্ছে মানবতা! প্রতিবাদে কবিতা লিখলেন সাকিব আল হাসান

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জ্বলছে বাংলাদেশ। পুড়ে ছাই হয়ে যাচ্ছে মানবতার। এই সময় সবাই নীরব থাকতে পারে না। এবার সরব হওয়া শুরু করেছে মানুষের মধ্যে থাকা 'মানবতার'। তারই নিদর্শন দেখা গেলো শাকিবের কলমে। কবি শাকিব আল হাসান। মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। যা নিয়ে কবিতা লিখলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ। দীপু দাস থেকে শুরু করে ওসমান হাদি সকলেই জায়গা পেয়েছেন শাকিবের কবিতায়। অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। 

{link}

  এবার প্রথম প্রতিবাদ ধ্বনিত হলো বাংলাদেশের ক্রিকেট টিমের একজন। শাকিব প্রবাসী। তার চেয়েও বড় ব্যাপার, তিনি মৌলবাদী নন। তাই মৌন ভাঙায় ভয় নেই তাঁর। 0তাঁর লেখা কবিতায় যেমন ওসমান হাদিরা ঠাঁই পান, তেমনই ঠাঁই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক লিখলেন, “সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়-সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।” তিনি কবিতার শেষে কবি সুকান্তের 'ছাড়পত্র' কবিতার মতো লিখলেন, নতুন শিশুদের বাসযোগ্য করে তুলতে হবে বাংলাদেশকে।

{ads}

Sakib Al Hasan Bangladesh Bangladesh Protest Bengali News Bangladesh Protest বাংলাদেশ আপডেট বাংলাদেশ বিক্ষোভ সাকিব

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article