header banner

অবিশ্বাস্য লড়াই, ব্রাজিল কে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া, শেষ নেইমারের বিশ্বকাপের স্বপ্ন

article banner

নিজস্ব সংবাদদাতা: খেলার সময় ১১৬ মিনিট, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা খেলা শেষের বাঁশি বাজার। নেইমারের করা গোলে ১-০ গোলে এগিয়ে ব্রাজিল। নিজেদের সবটুকু দিয়ে গোলের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ছে ক্রোয়েশিয়া। অন্যদিকে রক্ষনাত্মক খেলতে শুরু করেছে ব্রাজিল। ব্রাজিলের একটা অংশের সমর্থক ধরেই নিয়েছেন প্রায় যে সেমিফাইনাল নিশ্চিত। কিন্তু শেষ বাঁশি না বাজা পর্যন্ত যে ফুটবলে সব কিছুই সম্ভব তা প্রমান হল আরও একবার। ছবিটা পালটে গেল এই ১১৬ মিনিটেই। ক্রোয়েশিয়ার বাঁ প্রান্ত থেকে উঠে আসা আক্রমনে বস্কের দিকে মাইনাস করা বল, পায়ে এসে পড়ল ব্রুনো পেটকোভিচের। বাঁ পায়ের শটে কার্যত হারের শেষপ্রান্ত থেকে ফিরিয়ে নিয়ে এলেন দল কে। সারা ম্যাচে ব্রাজিলের গোলে শটস অন টার্গেট একটাই। প্রথম শট, একমাত্র শট, তাতেই গোল! গোল করে নিজের জার্সি খুলে সেলিব্রেশন করতে ভোলেননি পেটকোভিচ।

{link}

এক্সট্রা টাইমের খেলা ১-১ ফলাফলে শেষ। ম্যাচ গড়ালো টাইব্রেকারে... সেখানেই ফের নায়ক হয়ে উঠলেন ক্রোয়েশিয়ার যুব গোলকিপার, ডমিনিক লুভাকোভিচ। যদিও সম্পূর্ণ ম্যাচ জুড়েই দূরন্ত ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসেন, রদ্রিগো। টাইব্রেকারে ব্রাজিলের প্রথম পেনাল্টিই আটকে দেন লুভাকোভিচ। তারপর পরপর দুটি শটে গোল করেন উভয় পক্ষের খেলোয়াড়েরাই। ক্রোয়েশিয়ার হয়ে চতুর্থ পেনাল্টি মারতে আসেন দলের অভিজ্ঞ খেলোয়াড় লুকা মদ্রিচ। দক্ষ শটে পরাস্ত করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার কে৷ এবার ডু ওর ডাই সিচুয়েশনে এসে যায় ব্রাজিলের শট টেকার মারকুইনহোসের কাছে। তার শট এবং সেমিফাইনালে ব্রাজিলের রাস্তা, দুটিই আটকে যায় পোস্টে। টুর্নামেন্ট ফেভারিটস ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয়বার, ২০১৮-র পর ২০২২ এও সেমিফাইনালে ক্রোয়েশিয়া। 

{ads}

News football sports Brazil Croatia FIFA World Cup সংবাদ

Last Updated :