header banner

অর্থাভাবে মানসিক অবসাদ, বেলুড়ে আত্মঘাতি বাংলার উদীয়মান ক্রিকেটার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাংলা জুনিয়র ক্রিকেট দলে‌ নাম থাকলে ও শেষ পর্যন্ত অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল বঙ্গের এক উদীয়মান ক্রিকেটার। সূত্রের খবর, মৃত যুবকের নাম রোহিত যাদব(১৮)। হাওড়ার বেলুড়ের বাসিন্দা ছিল সে। বেলুড় রেল কলোনিতে থাকত পরিবারের সাথে। তার নাম বাংলার দলের প্রথম এগারো তে রয়েছে। বুধবার সকালে তার ঘরে এসে তাকে বিছানায় শোয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর তাকে টি এর জয়সোয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষ জাতীয় বা অ্যাসিড জাতীয় কিছু জিনিস সে খেয়ে আত্মহত্যা করেছে। 

{link}
জানা গিয়েছে রোহিত বাংলা ক্রিকেট দলে প্রথম এগারোর মধ্যে মনোনীত হয়েছিল।তার পরিবারে আর্থিক অনটনের কারণে সে খেলা চালিয়ে রাখতে বন্ধুদের কাছ থেকে প্রচুর টাকা ধার করেছিল। কিন্তু সে তেমন একটা টাকা পেতে না। টাকা শোধ না করতে পেরে মানসিক অবসাদে সে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। পাওনাদারেরা প্রায়সই তাকে হুমকি দিতেন। সেই থেকেই অবসাদে আত্মহত্যা বলে অনুমান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, দিশেহারা স্বজনহারা পরিবার।
{ads}

news Howrah Belur Cricket West Bengal suicide সংবাদ

Last Updated :