header banner

ফের গোলমুখে ব্যর্থতার জের, দ্বিতীয় ম্যাচেও ডুরান্ডে জয় অধরা মোহনবাগানের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচে গোলমুখের সামনে একাধিক ব্যর্থতার জেরে রাজস্থান ইউনাইটেডের কাছে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল এটিকে মোহনবাগান কে। যার ফলে দ্বিতীয় ম্যাচে কার্যত শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই সিটির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল মোহনবাগান শিবির। কিন্তু দ্বিতীয় ম্যাচেও নিজেদের প্রথম ম্যাচের ভুল শোধরাতে ব্যর্থ হুয়ান ফেরান্দোর টিম। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও, গোল রইল অধরাই। উল্টে দ্বিতীয়ার্ধে ডিফেন্সের ভুলে গোল হজম করে মুম্বাইয়ের বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়তে হল লিস্টন কোলাসোদের। যার ফলে স্পষ্টতই ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডের দৌড়ে বড়ো ধাক্কা খেল সবুজ মেরুন শিবির। 

{link}
যদিও ম্যাচের শুরুটা দুরন্তভাবেই করেছিল সবুজ মেরুন শিবির। খেলা শুরু হওয়ার কিছু মিনিট অতিক্রান্ত হতে না হতেই লিস্টন কোলাসোর শট পোস্টে লেগে ফিরে আসে। তারপর একাধিক আক্রমণ করলেও গোল আসেনি। একমাত্র উইং প্লে ছাড়া সেইভাবে মোহনবাগানের খেলায় গতি চোখে পড়েনি। একাধিক সুযোগ এলেও দলের হয়ে ৪০ মিনিটে একমাত্র গোলটি করেন লিস্টন কোলাসো। তবে প্রধমার্ধেও বেশ কিছু সময় মুম্বাইয়ের আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল মোহনবাগান খেলোয়াড়দের। বেশ কিছু ভুল পাসও দৃষ্টি আকর্ষণ করছে, যা হতাশা এনে দিয়েছে সমর্থকদের মনে। দ্বিতীয়ার্ধেও মোহনবাগান আক্রমণাত্মকভাবেই শুরু করেছিল। কিন্তু গোল পায়নি। উলটে ৭৭ মিনিটে গোল করে ম্যাচ ড্র করে মুম্বাই।

{link}
আর মাত্র কয়েক দিনের ব্যবধানেই ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ময়দানে নামবে মোহনবাগান। কিন্তু তার আগে দলের এহেন প্রদর্শন কপালে চিন্তা ধরিয়েছে মোহনবাগান সমর্থকদের। কিছু সময় ভালো ফুটবল উপহার দিলেও মাঠে ছন্দ হারিয়ে ফেলছে মোহনবাগান দল। যে ছবিটা একেবারেই স্বস্তিদায়ক নয়। বিপক্ষের কোচের সিটে স্টিফেন কনস্টানটাইনের মতো অভিজ্ঞ নাম রয়েছে। তবে এই মুহূর্তে যে সমস্যা মোহনবাগান দল ও সমর্থকদের সর্বাধিক চিন্তায় ফেলেছে, তা হল ফিনিশিং। তার সাথে ডিফেন্সের নড়বড়তাও ভাবিয়ে তুলবে হুয়ান ফেরান্দোকে। যার ফলে বাস্তবিকভাবেই মহারণের আগে, খুব একটা স্বস্তি নেই সবুজ মেরুন শিবিরে। 
{ads}

news football ATK Mohun Bagan Mumbai City FC Durand Cup sports India সংবাদ খেলা

Last Updated :