header banner

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের, লিওয়ানডোস্কির পেনাল্টি মিসে মেক্সিকোর নায়ক ওচোয়া

article banner

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার ম্যাচে শুরুতেই অঘটন ঘটিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনার বিরুদ্ধে রীতিমতো জয় দিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছে তারা। গতকাল রাতে আবারও এইরকম একটি অঘটনের সম্ভাবনা নিয়েই ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার খেলায় টিভির পর্দায় চোখ রেখেছিল একটি অংশের ফুটবল সমর্থকেরা। শুরুটা দুরন্ত করলেও চাপ ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। ফ্রান্সের বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হতে হল সকারুসদের। যার ফলস্বরূপ বিশ্বচ্যাম্পিয়ানরা নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল জয় দিয়েই। 

{link}
গতকাল ম্যাচের একদম শুরুর দিকেই ৯ মিনিটের মাথায় দুরন্ত গোল করে ম্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন গুডউইন। এই একই গোলের সময় চিন্তাও বেড়ে যায় ফ্রান্সের। চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হতে লুকাস হার্নাণ্ডেজ কে। পরিবর্ত হিসেবে মাঠে নামেন থিও হার্নাণ্ডেজ। গোল খাওয়ার পরেই আক্রমণ বাড়াতে থাকে ফ্রান্স। দুদিকের উইং দিয়ে উঠে আসা এমবাপে ও ডেম্বেলের দুরন্ত গতি রীতিমতো ভীত নড়িয় দিচ্ছিল অস্ট্রেলিয় ডিফেন্সে। ম্যাচের ২৭ মিনিটে সমতা ফেরান অ্যারেন র্যা বিওট। তারপর খেলার গতি বাড়ায় ফ্রান্স, দক্ষ অভিজ্ঞ স্ট্রাইকার ওলিভিয়ার জিরু ৩২ মিনিটের মাথায় গোল করে দল কে এগিয়ে দিতে ভুল করেননি।  কার্যত ফাঁকা গোলেই বল জালে জড়িয়ে দেন তিনি। তারপর দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৭১ মিনিটে গোল করেন এমবাপে এবং জিরু। খেলা শেষ হয় ৪-১ ফলাফলে। এই ম্যাচে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোলদাতা থিওরি হেনরি-র ৫১ টি গোলের রেকর্ড স্পর্শ করলেন জিরু। আর একটি গোল করলেই ফ্রান্স ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুট নিজের দখলে এনে ফেলবেন তিনি। 

{link}
অন্যদিকে পোল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচে পুনরায় বিশ্বকাপের মঞ্চে ওচোয়া ম্যাজিক। লিওয়ানডোস্কির পেনাল্টি আটকে দিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে পেনাল্টি মিস করে আক্ষেপের সুর লিওয়ানডোস্কির গলায়। যদিও এই ম্যাচটি ড্র হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আর্জেন্টিনা সমর্থকেরা। 
{ads}

news Football Sports FIFA FIFA World Cup Qatar খেলা সংবাদ

Last Updated :