header banner

Paris Olympics : ভারতকে প্রথম পদক এনে দিলেন হরিয়ানার কন্যা

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  জাপান আলিম্পিকের (Japan Olympics) থেকে এবার ভারত ভালো ফল করবে সেই আশা ১৪০ কোটি ভারতবাসীর। ইতিমধ্যে আশার আলো দেখা শুরু হয়েছে। রবিবার অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের সামনে পদক জয়ের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা সত্যি হয় শেষমেশ। শুটিং থেকে দেশকে পদক এনে দেন মনু ভাকের। শুটিংয়ের ফলাফল - মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের (Manu Bhaker)।

{link}

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ভারতকে প্রথম পদক এনে দিলেন হরিয়ানার কন্যা। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল তাঁর। রমিতা জিন্দল (Ramita Jindal) শুটিং থেকে পদক জয়ের আশা বাড়িয়েছেন। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন তিনি। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন অর্জুন বাবুতা (Arjun Babuta)। একই ইভেন্টে ভারতের সন্দীপ সিং দ্বাদশ স্থানে শেষ করেন। তবে তিনি ফাইনালে উঠতে পারেননি। ব্যাডমিন্টনের ফল - সহজ জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করেছেন পিভি সিন্ধু (PV Sindhu)।

{link}

এছাড়াও প্রথম ম্যাচ জিতেছেন এইচএস প্রণয় (Prannoy H. S)। হারিয়ে দিয়েছেন ফ্যাবিয়ান রথকে বক্সিং - মেয়েদের ফ্লাইওয়েট বিভাগে জয় দিয়ে শুরুটা করলেন নিখাত জারিন। জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারকে ৫-০ স্কোরে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন নিখাত। তীরেন্দাজে কিন্তু ভারত সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। টেবিল টেনিসে (table tennis) কিছুটা সাফল্য এসেছে। সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে বসলেন সুমিত নাগাল। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহান বোপান্না এবং এন শ্রীরাম বালাজি। তবে 
মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন মনিকা বাত্রাও।

{ads}

News Breaking News Paris Olympics Japan Olympics Indian Manu Bhaker Indian olympian Ramita Jindal Arjun Babuta PV Sindhu Prannoy H. S archer table tennis সংবাদ

Last Updated :