header banner

Woman Cricket World Cup: দীর্ঘ লড়াইয়ের পর বহুল প্রতীক্ষিত জয়! শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হরমনপ্রীতরা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এমন সাফল্যর পড়ে উদ্বেলিত হয়ে পড়ে সমস্ত ভারত। বহু লড়াইয়ের পরেই আসে এমন সাফল্য। ১৯৮৩, ২০১১। মাঝে ১৪ বছরের দীর্ঘ একটা অপূর্ণতা। অবশেষে আবার ভারতে এল বিশ্বকাপ। বিশ্ব জয় করল ভারতের মেয়েরা। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (ICC Women Cricket World Cup) জিতল হরমনপ্রীত-শেফালি-দীপ্তিরা। এই প্রথম মহিলা বিশ্বকাপ জিতল ভারত। মেয়েদের এই সাফল্যে সাবাশি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাত ১২টার পর মেয়েরা যখন হাতে বিশ্বকাপ তুলল, প্রধানমন্ত্রী লিখলেন, “ঐতিহাসিক এই জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলতে অনুপ্রাণিত করবে”। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় ভারতীয় টিমের। ফাইনালে তাদের পারফরম্যান্স অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে।”

{link}

  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জয়ের পরই শুভেচ্ছা জানান। ভারতীয় মহিলা টিমের এই জয় দেশের মাথায় মুকুট ওঠার মুহূর্ত বলেই বর্ণনা করেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, “হ্যাটস অফ বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। এটা দেশের জন্য গর্বের মুহূর্ত, আমাদের টিম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ তুলল, দেশের গর্বকে আকাশ ছুঁল। তোমাদের অসাধারণ দক্ষতা লক্ষ লক্ষ মেয়েদের কাছে অনুপ্রেরণার পথ তৈরি করে দিল। গোটা টিমকে শুভেচ্ছা।” অন্যদিকে, এই বিশ্বকাপ জয়ী টিমের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষও। তিনিও নিজের ছাপ রেখেছেন টুর্নামেন্টে। মেয়েদের বিশ্বজয়ের পর শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতে আমাদের মেয়েদের সাফল্যে গোটা দেশ গর্বিত। ওরা যে লড়াই ও দক্ষতা দেখিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে, তা নতুন প্রজন্মের কিশোরী-যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমরা প্রমাণ করেছো যে বিশ্বমানে সেরা টিম তোমরা এবং আমাদের অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছো। তোমরা আমাদের হিরো।"

{ads}

Indian Woman Cricket Team Indian Cricket Team Harmanpreet Kaur Cricket ICC World Cup News ক্রীড়া সংবাদ হরমনপ্রীত বিশ্বকাপ জয়

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article