header banner

Sachin Tendulkar: 'অনেক ছোট থেকেই আমি দিনে ১২ ঘন্টা অনুশীলন করতাম!', জানালেন লিটল মাস্টার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র শচীন তেন্ডুলকারের জীবনের কিছু কিছু অংশ হঠাৎ সামনে চলে আসে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কারোর সঙ্গে তুলনা নয়, নতুন প্রজন্মকে অনুপ্রেরনা দেওয়ার জন্যই তার এই কথা। এক অনুষ্ঠানে গিয়ে ক্রিকেটারদের সাফল্যের মন্ত্রটা জানিয়ে দিয়ে এলেন। শচীন বলেন, “আমি ক্রিকেট শুরু করি তার কারণ এই খেলাটাকে প্রচণ্ড ভালোবাসতাম। অসম্ভব প্যাশনেট ছিলাম। বলতে পারেন ক্রিকেটের প্রতি পাগল ছিলাম। সব সময় দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আর নিজেকে সেভাবেই তৈরি করেছিলাম। আমার জীবনে অনেকগুলো অধ্যায় আছে।একটা সময় যখন স্কুল ক্রিকেট খেলতাম, তখন দিনে ১২ ঘণ্টা মাঠে পড়ে থাকতাম। প্র্যাকটিস করতাম, নিজেকে প্রস্তুত করতাম। তারপর একটা সময় গ্রীষ্মকালীন ছুটিতে টানা ৫৫ দিন ওইভাবেই প্র্যাকটিস করে যেতাম। সেটা করতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলাম।"

{link}

  তিনি আরও বলেন, "আসল কথা হল আপনার মধ্যে যদি সেই প্যাশন না থাকে, সেই আগুন না থাকে, তাহলে কখনওই সাফল্য আসবে না। উন্নতির জন্য, এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম দরকার, সঠিক পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য সঠিক গাইডেন্সের দরকার। সঙ্গে অবশ্যই শৃঙ্খলাপরায়ণ হতে হবে।”শচীনকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যাশার চাপ নিয়ে খেলতে হত। শচীনের কথায়, “মনে রাখতে হবে প্রত্যাশার চাপটা কেন থাকছে। কারণ, কোনও ক্রিকেটার অতীতে ভালো পারফর্ম করেছে বলেই তাঁর উপর প্রত্যাশার চাপ থাকে। আর ক্রিকেটারদের এই চাপ কীভাবে সামলাতে হয়, সেটাও জানতে হবে। দু’ভাবে ব্যাপারটা দেখা যায়। এক, আপনি প্রত্যাশার চাপের জন্য আরও চাপে পড়লেন। দুই, আপনি ভাবলেন যে অতীতে ভালো পারফর্ম করেছেন বলেই এই চাপটা রয়েছে। সেটাই আপনাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে।''

{ads}

Sachin Tendulkar News Indian Cricket Team Little Master Sports News Cricket Team Batsman Batsman Tips News সংবাদ খেলা সচীন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article