header banner

বক্সিং ডে টেস্টে ৮ উইকেটে জয় ভারতের

article banner

প্রথম টেস্টে ব্যাটিং ব্যার্থতায় লজ্জার হার, তার উপর ক্যাপ্টেনের দেশে ফিরে আসা সহ মহম্মদ শামির চোট এইসব বাঁধা কাটিয়ে ভারত যে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারাতে সক্ষম হবে সে ব্যাপারে আশাবাদি ছিলেন খুবই কম ভারতীয় সমর্থক। কিন্তু অনবদ্য কামব্যাকের মাধ্যমে সেই কাজটাই করে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় টেস্ট আট উইকেটে জিতে সিরিজে সমতা ফেরালো ভারত। ভারতের ম্যাচে জয়ী হওয়ার পর সচীন তেন্ডুলকার টুইট করে বলেন, "বিরাট, রোহিত, ইশান্ত ও শামীকে ছাড়াই কোনও টেস্ট ম্যাচ জেতা একটি দুর্দান্ত অর্জন। প্রথম টেস্টে হারকে পিছনে ফেলে রেখে টিম ইন্ডিয়া যে স্থিতিস্থাপকতা ও চরিত্র দেখিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে তা অনবদ্য। অসাধারন জয়”

গতকাল দিনের শেষে ৬ উইকেটে ১৩৩ রান ছিল অস্ট্রেলিয়ার। ষষ্ঠ উইকেটের পার্টনারশিপেই বেশ খানিকটা লড়াই করে অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও স্বস্তি এনে দেন ক্যামেরুন গ্রীন ও প্যাট কামিন্স। গ্রীন করেন ৪৫ রান ও কামিন্স ২২। তারপর ২০০ তেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া, ভারতের সামনে ম্যাচ জেতার টার্গেট দাঁড়ায় ৭০ রানের। যদিও রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। প্রথমেই ১৬ রানের মাথায় ৫ রান করে আউট হয়ে যান ময়ঙ্ক আগরওয়াল, তারপরে আউট হয়ে যান চেতেশ্বর পূজারাও। কিন্তু তারপরেই দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে রান তুলে দেন রাহানে ও গিল। গিল ৩৬ বলে ৩৫ রান করেন আর রাহানে করেন ৪০ বলে ২৭। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অজিঙ্কিয়া রাহানে। তবে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় টেস্ট টিমে অভিষেক হওয়া শুভমান গিল ও মহম্মদ সিরাজের পারফরমেন্স এক কথায় অনবদ্য। যুব খেলোয়াড়দের দাপটেই কার্যত মেলবোর্নে জয়ী ভারত। এক কথায় আজকের এই জয় এক বড়ো প্রাপ্তি ভারতের কাছে। 

চিত্রসৌজন্যঃ ফেসবুক 
{ads}

IND Vs AUS Boxing Day Test India Wins Day 4 2nd Test India Australia International Cricket Sports

Last Updated :