header banner

প্রথম ম্যাচেই অঘটন! সৌদি আরবের মেরুঝড়ে পরাজিত মেসির আর্জেন্টিনা

article banner

নিজস্ব সংবাদদাতা: ম্যাচর অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে বাড়ানো বল, মরিয়া লাফ দিয়ে হেড দিলেন জুলিয়ান অ্যালভারেজ। সেই হেড দক্ষতার সাথে নিজের দখলে নিয়ে নিলেন সৌদি আরবের গোলকিপার মহম্মদ আলওয়েইস। লুসায়েল স্টেডিয়ামে উপস্থিত হাজারো আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের মধ্যে তখন শুধুই নিস্তব্ধতা। হতাশায় চোখ ঢেকেছেন কেউ কেউ। কাতারে স্বপ্নের শুরু যে দুঃস্বপ্নতে পরিনত হতে চলেছে তা ততক্ষনে স্পষ্ট। বিশ্বকাপের শুরুতেই মহা অঘটন, সৌদি আরবের দুরন্ত লড়াইয়ের কাছে পরাজিত মেসির আর্জেন্টিনা। 


ম্যাচের শুরুটা যদিও হয়েছিল স্বপ্নের মতোই, প্রথমার্ধে নিজেদের ডিফেন্সে হাই-লাইন মেন্টেন করে খেলছিল সৌদি আরব। যার ফলে একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হচ্ছিল নীল-সাদা ব্রিগেড। কিন্তু বিপক্ষের কাউন্টার অ্যাটাকেও বেশ চাপে পড়েছিল আর্জেন্টিনার রক্ষনভাগ। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভিএআর প্রযুক্তির হাত ধরে পেনাল্টি পায় আর্জেন্টিনা। দল কে এগিয়ে দিতে ভুল করেননি মেসি। প্রথমার্ধে আরও তিনটি গোল হয়, কিন্তু প্রত্যকেটিই বাতিল হয়ে যায় অফসাইডের কারনে। বর্তমানে আধুনিক অফসাইড প্রযুক্তির কারনে বল সৌদি আরবের জালে জড়ালেও আর্জেন্টিনার স্কোরবোর্ডে ওঠেনি। প্রথমার্ধ কিছুটা হতাশভাবেই শেষ হয় আর্জেন্টিনার শিবিরের জন্য। এই অফসাইড ট্র্যাপের ও আধুনিক প্রযুক্তির ফাঁদে না পড়লে ততক্ষনে আর্জেন্টিনার স্কোরলাইন হতে পারত ৪-০। 

{link}
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় খেলার ছবি। প্রথম ১০ মিনিটেই জোড়া গোল করে এগিয়ে যায় সৌদি আরব। আর্জেন্টিনার রক্ষণের ভুলে ৪৮ মিনিটের মাথায় গোল করেন সালে আলশেহরি। রক্ষনভাগে ক্রিস্টিয়ান রোমেরোর স্লাইডিং ট্যাকেল ও দুরন্ত এমি মার্টিনেজের হাতের তলা দিয়ে বল জড়িয়ে যায় জালে। সমতা ফেরায় সৌদি আরব। গোল করার পরে খেলার ধরন পুরোপুরি বদলে গেল সৌদির। অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে তারা। প্রথম গোল খাওয়ার পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল খায় আর্জেন্টিনা। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন সালেম আলদাওশারি। ১-২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা। তারপরেও একাধিকবার চেষ্টা করলেও মেসির আর্জেন্টিনা ব্যার্থ হয় খেলায় সমতা ফেরাতে। দুরন্ত লড়াই উপহার দিয়ে কার্যত কাতারে ইতিহাস গড় সৌদি আরব। 


এক দলের বর্তমান ফিফা র্যা ঙ্কিং ৩, অন্য দলের ৫১। আর্জেন্টিরার মোট স্কোয়াড ভ্যালু ৬৪৫ মিলিয়ান, অন্যদিকে সৌদি আরবের সেখানে মাত্র ২৫ মিলিয়ান। ফুটবল মাঠে যে কোন সময়ে যে বিরাট অঘটন ঘটতে পারে সেই কথাটাই যেন মনে করিয়ে দিল সৌদি আরবের ছেলেরা। তাদের দুরন্ত লড়াই সমগ্র ফুটবল বিশ্বের নজর কাড়তে বাধ্য। ডিফেন্সের ভুল সিদ্ধান্ত নাকি মেসি, ডি মারিয়ার মতো কী প্লেয়ার দের আটকে যাওয়া কেন হারতে হল আর্জেন্টিনা কে, সেই প্রশ্নেরই এখন উত্তর খুঁজবেন স্কালোনি। তবে ফুটবলে যে কোন দলকেই ছোট করে দেখা উচিত নয়, তা আরও একবার প্রমান করে দিল সৌদি আরবের আজকের এই জয়। 
{ads}

news World Cup FIFA FIFA World Cup Argentina Saudi Arabia Messi সংবাদ খেলা

Last Updated :