header banner

Paris Olympics : প্যারিস অলিম্পিকে ভারতের অবস্থান ও গুরুত্ব

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ শুক্রবার শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত প্যারিস অলিম্পিক ২০২৪ (Olympic Games Paris 2024)। স্বাভাবিক কারণেই বিশ্বের ক্রীড়ামোদী মানুষের মনে বিরাট উন্মাদনা। ভারতীয় হিসাবে আমাদের উন্মাদনাও কম নয়। ২০২৪ প্যারিস অলিম্পিকে ৩২টি বিভিন্ন খেলায় মোট ৩২৯টি পদক ইভেন্ট দেখানো হবে। এই খেলাধুলাগুলি অ্যাথলেটিক্স (Athletics), সাঁতার (swimming) এবং জিমন্যাস্টিকসের (Gymnastics) মতো ঐতিহ্যগত খেলা থেকে শুরু করে স্পোর্ট ক্লাইম্বিং (Sport climbing) এবং স্কেটবোর্ডিংয়ের (skateboarding) মতো নতুন সংযোজন করা খেলাও আছে। ফুটবল, বাস্কেটবল এবং হকি সহ ক্লাসিক টিম স্পোর্টস (Classic team sports), তীরন্দাজ (archer) এবং শ্যুটিংয়ের মতো স্বতন্ত্র নির্ভুল খেলাগুলিও পাশাপাশি হবে। প্রশ্ন উঠেছে এই খেলায় ভারতের অবস্থান কি হতে চলেছে। তথ্য বলছে, ভারতের মোট ১১৭ জন অলিম্পিয়ান (olympian) এবারের অলিম্পিক্সে (olympics) ৬৯টি মেডেল ইভেন্টে অংশগ্রহণ করবেন। তার মধ্যে বেশ সম্ভাবনাময় কয়েকটি ইভেন্ট ভারতীয়দের নজর কেড়েছে। 

{link}

এতদিন পর্যন্ত যতগুলো অলিম্পিক হয়েছে তারমধ্যে ভারতের নজর কাড়া পারফমেন্স ছিল আগের টোকিও অলিম্পিকে (Tokyo Olympics)। গত বার টোকিও থেকে দেশের ইতিহাস সর্বকালের সর্বাধিক সাতটি অলিম্পিক্স খেতাব নিয়ে ফিরেছিলেন ভারতীয় অলিম্পিয়ানরা। উদ্বেলিত হয়েছিল সমস্ত দেশ। স্বাভাবিক নিয়মেই এবারের লক্ষ্য সেই রেকর্ড ছাপিয়ে আরো নতুন রেকর্ড গড়ে তোলা। সেই লক্ষ্যেই ২৬ তারিখ থেকে ফ্রান্সের রাজধানীতে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন শতাধিক ভারতীয় প্রতিযোগী । এবার দেখে নিতে হবে প্যারিস আলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের অবস্থান। টোকিও অলিম্পিকে ভারতের ১২১ জন অংশ নিয়েছিলেন, কিন্তু এবার তা একটু কমে হয়েছে  ১১৭ জন। এই ১১৭ জনের মধ্যে পুরুষ প্রতিযোগিতা ৭০ জন ও মহিলা প্ররিযোগী ৪৭ জন - যাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত দক্ষতার চূড়ান্ত জায়গায় আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো  ভারতীয় ক্রীড়া দপ্তর এবার নতুন  মুখের উপর জোর দিয়েছে। সেই কারণেই এবার ১১৭ জনের মধ্যে  ৭২ জন একদম নতুন। সেই নতুন পারফর্মার নিয়ে ভারত উপস্থিত প্যারিসে। নতুন ও পুরোনো মিলে এবার মোট ৬৯টি ইভেন্টে অংশ নেবে ভারতীয়রা। এখানে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে ৪৪ বছর বয়সী টেনিস তারকা রোহন বোপান্না ও মাত্র ১৪ বছরের সাঁতারু ধীনিধি। ইতিমধ্যে ধীনিধি একাধিক দৃষ্টি নন্দন পারফমেন্স (performance) দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছে। 

{link}

অলিম্পিক মূলত ব্যক্তিগত পারফমেন্স ভিত্তিক খেলা। ভারতে রাজ্য ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যাবে অলিম্পিকে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হরিয়ানার (Haryana)। হরিয়ানা থেকে এ বেছর ২৪ জন। আবার পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে অলিম্পিকে অংশ নিয়েছে মাত্র ৩ জন। এ বছরও হরিয়ানার নীরাজ চোপড়া ভালো ফল করবে বলেই সকলের আশা। বিভিন্ন বিভাগের মধ্যে ভারত থেকে ২৯ জন অংশ নিচ্ছে অ্যাথলেটিক্সয়ে। তারপরেই ২১ জন শুটিং বিভাগে। এই দুই বিভাগে ভারত তার বেস্ট পারফমেন্স দেবে এই বিশ্বাস সকলের আছে। প্যারিসে থাকবে টোকিও থেমে পদক বিজয়ী ৫ জন। তাদের অন্যতম অবশ্যই নীরাজ চোপড়া। এছাড়া থাকছেন পিভি সিন্ধু,লভলিনা বড়গোহাই, মীরাবাঈ চানু ও দলগতভাবে অবশ্যই ভারতীয় হকিদল। সব মিলিয়ে এবারে প্যারিস অলিম্পিকে ভারতের টিম খুবই ব্যালেন্স। তাই প্রত্যাশাও অনেক। এখন সময় বলবে প্রতিযোগীরা ১৪০ কোটি দেশবাসীর কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে। তবে আমরা সবচেয়ে ভালো ফলের অপেক্ষায় বসে আছি।

{ads}

News Breaking News Athletics Olympic Games Paris 2024 Gymnastics Football basketball hockey Classic team sports archer Sport climbing skateboarding olympian olympics India performan

Last Updated :