header banner

চোটের কবলে পন্থ ও জাদেজা, জয়ের আশা ক্রমশ বাড়ছে অস্ট্রেলীয় শিবিরে

article banner

প্রথম ইনিংসে ২৪৪ রান ভারতের। ম্যাচে চোটপ্রাপ্ত ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনের শেষে ১৯৭ রানের লিড অস্ট্রেলিয়ার কাছে। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও লাবুশানে। 

প্যাট কামিন্স, জোস হ্যাজেলউডদের বোলিং অ্যাটাকের সামনে কার্যত সেভাবে দাঁড়াতেই পারল না ভারতীয় ব্যাটিং লাইনআপ। তৃতীয় দিনে পূজারা অর্ধশতরান করে আউট হওয়ার পরেই একের পর এক উইকেট পড়তে শুরু করে। তার উপর ব্যাটিং করার সময় চোট পান ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। দুজনকেই স্ক্যানিং-এর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঋষভ পন্থের যায়গায় মাঠে নামেন ঋদ্ধিমান সাহা। ২৪৪ রানে অল আউট হয়ে যাওয়ার ফলে ভারতের প্রথম ইনিংসের শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়ার কাছে ৯৪ রানের লিড থেকে যায়। 


যদিও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই অজি ব্যাটিং লাইন আপে বড় ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ৫ ওভার ৫ বলের মাথায় আউট করে দেন পুকোভস্কি কে। তারপরে ১৩ রানে ডেভিড ওয়ার্নারকে আউট করে দেন অশ্বিন। যার ফলে স্কোরবোর্ডে ৩৫ রানের মাথাতেই ড্রেসিংরুমে ফিরে যান অস্ট্রেলীয় দুই ওপেনার। এই পরেই ফের অজিদের ব্যাটিংয়ের হাল ধরেন স্মিথ ও লাবুশানে। ৬৯ বলে ৪৭ রান করে ক্রিজে রয়েছেন লাবুশানে ও ৬৩ বলে ২৯ রান করে তাকে যোগ্য সঙ্গতি দিচ্ছেন স্টিভ স্মিথ। এই দুই ব্যাটসম্যানের দাপটেই তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলেছে টিম পেইনের অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে দুই ইনিংস মিলিয়ে ১৯৭ রানের লিড রয়েছে অস্ট্রেলিয়ার কাছে।

 
একদিকে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার জাদেজার চোট তার উপর ব্যাটিং বা বোলিং কোন দিক থেকেই লাভজনক যায়গায় না পৌঁছতে পারা সবমিলিয়ে তৃতীয় টেস্টের তৃতীয় দিন খুব একটা ভালো কাটল না টিম ইন্ডিয়ার। জয়ের আশা ক্রমশ কমে আসছে। গতকাল ভারতীয় বোলারদের প্রধান লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করা। তা নাহলে ম্যাচ নাগালের বাইরে চলে যাবে। কালকের দিন বাস্তবিক ভাবেই অগ্নিপরীক্ষা হতে চলেছে ভারতীয় বোলারদের জন্য। 
 

{ads}

India Australia India's Tour of Australia India Vs Australia Test Series 3rd Test Sidney Test Day 3 International Cricket Sports

Last Updated :