header banner

রাহানে ও পূজারার দিকেই তাকিয়ে ভারত, জয়ের জন্য চাই ৩০৯ রান

article banner

চতুর্থ দিনের শেষে কার্যত তৃতীয় টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৩১২ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করেন অজি অধিনায়ক টিম পেইন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর আবার দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং করেন স্টিভ স্মিথ। ১৬৭ বলে ৮১ রান করেন তিনি। স্মিথ ছাড়াও লাবুশানে ও গ্রীন যথাক্রমে ৭৩ ও ৮৪ রান করেন। শেষ দিকে ৩৯ রানের নট আউট ইনিংস খেলেন টিম পেইন। তারপর টি ব্রেকের পরেই ইনিংস ডিক্লিয়ার করে অস্ট্রেলিয়া। ভারতের সামনে জয়ের জন্য ৪০৭ রানের বিশাল লক্ষ্য রাখে অজি দল।


দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলতে সক্ষম হয়েছে ভারতীয় দল। ক্রিজে রয়েছেন অজিঙ্কিয়া রাহানে ও চেতেশ্বর পূজারা। রাহানে ১৪ বল খেলে করেছেন ৪ রান ও পূজারা করেছেন ২৯ বলে ৯ রান। ৩১ রান করে আউট হয়ে ফিরে গেছেন শুভমান গিল ও হাফ সেঞ্চুরি করার পরেই ৫২ রানের মাথায় নিজের ফেভারিট শট খেলতে গিয়ে প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। পঞ্চম দিনে পূজারা ও রাহানের দিকেই তাকিয়ে গোটা ভারত। জিততে গেলে তুলতে হবে ৩০৯ রান। যদিও জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু খেলার মাঠে এর আগেও বহু অসম্ভব সম্ভব হয়ে উঠেছে। কাল খেলার গতি কোন দিকে গড়ায় তাই দেখার বিষয়। 
{ads}

India Australia India Vs Australia Test Series 3rd Test 4th Day Sidney Cricket Ground Ajinkya Rahane Cheteswar Pujara Sports International Cricket

Last Updated :