header banner

দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম দিনে ভালো পজিশনে অস্ট্রেলিয়া

article banner

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, খেলা হল মাত্র ৫৫ ওভারের। আর তার মধ্যেই পুকোভস্কি ও লাবুশানের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে তৃতীয় টেস্টে ভালো পজিশনে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অজিদে রান ২ উইকেট হারিয়ে ১৬৬। ক্রিজে রয়েছেন লাবুশানে ও স্টিভ স্মিথ, লাবুশানে করেছেন ১৪৯ বলে ৬৭ রান ও স্মিথের সংগ্রহ ৬৪ বলে ৩১। 


টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। আজ খেলা শুরুর আগে দেশের জাতীয় সংগীত গাওয়ার সময় আবেগে চোখ দিয়ে জল গড়াতে শুরু হয় মহম্মদ সিরাজের। তারপর দিনের শুরুটাও ভালোই করেছিল অজিঙ্কিয়া রাহানের দল। তৃতীয় টেস্টে চোট সারিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নারকে ৩ ওভার তিন বলে মাত্র ৫ রানেই আউট করে দেন মহম্মদ সিরাজ। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৬, কিন্তু তারপরেই অজি ব্যটিং লাইনআপের হাল ধরেন লাবুশানে ও পুকোভস্কি। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১০৬ রানের মাথায়। নবদীপ সাইনি আউট করে দেন সেট ব্যাটসম্যান পুকোভস্কিকে। যদিও বহু আগেই আউট হয়ে যেতে পারতেন তিনি। তাকে দুটি জীবনদান প্রদান করেছেন ঋষভ পন্থ। যথাক্রমে ২৬ ও ৩২ রানে পুকোভস্কির দুটি ক্যাচ ফেলে দেন তিনি। পুকোভস্কি আউট হওয়ার পর ব্যাটিংয়ের হাল ধরেন স্টিভ স্মিথ। দুই ভারতীয় প্রধান বোলার জসপ্রীত বুমরাহ ও রবীচন্দ্রন অশ্বিন দুজনেই আজ প্রথম দিনে নিস্প্রভ। বুমরাহ ১৪ ওভার বল করে ৩০ রান দিয়ে কোন উইকেট পাননি। অন্যদিকে অশ্বিনেরও ১৭ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে কোন উইকেটের প্রাপ্তি ঘটেনি। 

{ads}

India Australia India Vs Australia Test Series 3rd Test Day 1 International Cricket Sports

Last Updated :